কে এল রাহুলের পক্ষে এশিয়া কাপে খেলা সম্ভবই নয়, দাবি রবি শাস্ত্রীর

Published : Aug 17, 2023, 12:36 AM ISTUpdated : Aug 23, 2023, 12:24 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

সম্প্রতি কে এল রাহুল, শ্রেয়াস আইয়ারকে অনুশীলন ম্যাচে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ফলে তাঁদের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে খেলার আশা বাড়ছে।

১০০ শতাংশ ফিট হয়ে কে এল রাহুলের পক্ষে এশিয়া কাপে খেলা সম্ভব নয়। এমনই মত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রীর। তিনি মনে করেন, তাড়াহুড়ো করে কোনও ক্রিকেটারকে দলে ফেরানো উচিত। রাহুল সম্পর্কে শাস্ত্রী বলেছেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে কথা বলছেন যে প্রায় ৪ মাস খেলেনি এবং চোট সারানোর পথে। ও এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলবে, এটা ভাবলে ওর কাছ থেকে একটু বেশিই আশা করা হচ্ছে। উইকেটকিপিংয়ের কথাও বলা হচ্ছে। যে হাঁটুর চোট সারিয়ে দলে ফিরছে তাতে ওর পক্ষে উইকেটকিপিং করা সম্ভব নয়। উইকেটকিপিং করতে হলে অনেক বেশি নড়াচড়া করতে হয়। সেটা করতে পারবে না রাহুল।’

চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে রাহুলকে। তাঁর জাতীয় দলের সতীর্থ শ্রেয়াস আইয়ারও চোট পান। তাঁকেও অস্ত্রোপচার করাতে হয়েছে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে আছেন রাহুল ও শ্রেয়াস। তাঁদের সঙ্গেই রিহ্যাবে আছেন ঋষভ পন্থ। এই ৩ ক্রিকেটার অনেকটাই ফিট হয়ে উঠেছেন। অনুশীলন ম্যাচে ব্যাটিংও করতে দেখা গিয়েছে রাহুল, শ্রেয়াস, ঋষভকে। তবে এশিয়া কাপের দলে রাহুল, শ্রেয়াসকে রাখা হবে কি না সেটা স্পষ্ট নয়। ঋষভকে নিশ্চিতভাবেই এশিয়া কাপের দলে রাখা হবে না। তাঁকে হয়তো ওডিআই বিশ্বকাপের দলেও রাখা হবে না।

শাস্ত্রী বলেছেন, 'চোট সারিয়ে ওঠা কোনও খেলোয়াড়কে তাড়াহুড়ো করে জাতীয় দলে ফেরানো উচিত নয়। জসপ্রীত বুমরার সঙ্গে সেটা করা হয়েছে। ১ বার বা ২ বার নয়, ৩ বার ওর সঙ্গে এটা হয়েছে। এর ফলে ওকে ১৪ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে।'

রাহুলের পরিবর্তে ভারতীয় দলের মিডল অর্ডারে তিলক ভার্মাকে দেখতে চান শাস্ত্রী। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়েছে তিলকের। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। তাঁর প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, 'তিলকের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি যদি একজন বাঁ হাতি ব্যাটারকে দলে নিতে চাই, তাহলে আমি তিলককে দলে নিতে চাইব। গত মাসে জাতীয় দলের হয়ে বা আইপিএল-এ ও যেভাবে রান পেয়েছে, ও সবকিছুই ঠিকঠাক করেছে।'

বাঁ হাতি ব্যাটার হিসেবে রবীন্দ্র জাদেজা, ঈশান কিষানকেও ভারতীয় দলে দেখতে চাইছেন শাস্ত্রী। তাঁর মতে, প্রথম ৭ জন ব্যাটারের মধ্যে ৩ জন বাঁ হাতি থাকলে ভালো হয়।

আরও পড়ুন-

অবসর ভেঙে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বেন স্টোকস, জায়গা হল না জোফ্রা আর্চারের

দুর্ঘটনার পর প্রথমবার ভালোভাবে ব্যাটিং, ওডিআই বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন ঋষভ পন্থ

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া