ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ফিট হয়ে উঠতে যতদিন লাগবে বলে আশা করা হচ্ছিল, তার আগেই ফিট হয়ে উঠছেন। তাঁর ওডিআই বিশ্বকাপেও খেলার আশা বাড়ছে।
এশিয়া কাপের দলে কি রাখা হবে ঋষভ পন্থকে? ওডিআই বিশ্বকাপে কি খেলতে পারবেন এই উইকেটকিপার-ব্যাটার? এই আশা বাড়ছে। একটি অনুশীলন ম্যাচে সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গেল ঋষভকে। গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার কোনও ম্যাচে ব্যাটিং করলেন ঋষভ। তাঁকে বড় শট খেলতে দেখা গেল। ফুটওয়ার্কে কোনও সমস্যা নেই। রানিং বিটউইন দ্য উইকেটেও কোনও সমস্যা আছে বলে মনে হল না। ফলে ওডিআই বিশ্বকাপের দলে থাকতেই পারেন ঋষভ। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের দল এখনও ঘোষণা হয়নি। বৃহস্পতিবার এশিয়া কাপের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তার আগেই ঋষভ ফিট হয়ে ওঠায় তাঁর দলে থাকার আশা তৈরি হয়েছে। যদিও ৮ মাস মাঠের বাইরে থাকা এই ক্রিকেটারকে সরাসরি বড় টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে।
ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় ঋষভের ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছেন। জেএসডব্লু বিজয়নগরে একটি অনুশীলন ম্যাচে ব্যাটিং করতে দেখা যায় ঋষভকে। তাঁকে স্বাভাবিকভাবে ব্যাটিং করতে দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সবারই আশা, দ্রুত জাতীয় দলে ফিরবেন এই উইকেটকিপার-ব্যাটার। এদিন ঋষভ যখন ব্যাটিং করতে নামেন, তখন তাঁকে উৎসাহ দেন মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা। লং অফের উপর দিয়ে ঋষভের লফটেড শট দেখে সবাই সোল্লাসে চিৎকার করে ওঠেন।
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে আছেন ঋষভ। ২১ জুলাই বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ব্যাটিং ও কিপিং অনুশীলন শুরু করেছেন ঋষভ। এই প্রথম কোনও ম্যাচে তাঁকে ব্যাটিং করতে দেখা গেল।
২০২২-এর শেষদিকে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন ঋষভ। এরপর তাঁকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়। লিগামেন্টের চোট সারানোর জন্য অস্ত্রোপচার করতে হয়। এরপর বাড়ি ফিরে সাঁতার, সিঁড়ি ভাঙা শুরু করেন এই ক্রিকেটার। এরপর তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডামিতে রিহ্যাব শুরু করেন। তিনি পায়ের শক্তি ফিরে পেয়েছেন।
ওডিআই, টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ঈশান। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন রাহুল। তিনি জাতীয় দলে ফেরার অপেক্ষায়। তবে ঋষভ জাতীয় দলে ফিরলে তিনিই উইকেটকিপার হিসেবে খেলবেন। ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ। ফলে তিনি জাতীয় দলে ফিরলে টেস্টে আর সুযোগ পাবেন না ভরত। শুধু ব্যাটার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন ঈশান ও সঞ্জু। ঋষভ ফিরলে ভারতীয় দলের ব্যাটিংয়ের শক্তি বাড়বে।
আরও পড়ুন-
ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়াহাব রিয়াজের
ওডিআই বিশ্বকাপের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির