KKR: নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স, কার হাতে গেল গুরুদায়িত্ব?

Published : Mar 03, 2025, 04:03 PM ISTUpdated : Mar 03, 2025, 04:26 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

নতুন অধিনায়ক পেলে কলকাটা নাইট রাইডার্স। 

আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। তার আগেই অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। গুরুদায়িত্ব পেলেন অজিঙ্ক রাহানে।

উল্লেখ্য, কলকাতার অধিনায়ক কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। একাধিক নাম ঘুরপাক খাচ্ছিল তালিকায়। কিন্তু ভারতের অভিজ্ঞ এই ব্যাটারের উপরেই ভরসা রাখল কেকেআর টিম ম্যানেজমেন্ট। এমনিতে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। আর এবার আইপিএলেও ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।

যদিও মেগা নিলামে ভেঙ্কটেশের জন্যই সবথেকে বেশি, অর্থাৎ ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে নাইটরা। কিন্তু রাহানেকে তাঁর ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কেনে কলকাতা। ঠিক সেই কারণেই মনে করা হচ্ছিল যে, ভেঙ্কটেশকে হয়ত দলের অধিনায়ক করা হতে পারে।

এমনকি, ভেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন যে, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। কিন্তু শেষপর্যন্ত অভিজ্ঞতার উপরেই ভরসা রাখলেন বেঙ্কি মাইসোর।

যদিও মেগা নিলামে ভেঙ্কটেশের জন্যই সবথেকে বেশি, অর্থাৎ ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে নাইটরা। কিন্তু রাহানেকে তাঁর ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কেনে কলকাতা। ঠিক সেই কারণেই মনে করা হচ্ছিল যে, ভেঙ্কটেশকে হয়ত দলের অধিনায়ক করা হতে পারে।

এমনকি, ভেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন যে, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। কিন্তু শেষপর্যন্ত অভিজ্ঞতার উপরেই ভরসা রাখলেন বেঙ্কি মাইসোর।

এদিকে সোমবার, নতুন জার্সিও সামনে এনেছে কেকেআর। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। মানে তিনবার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে তাদের জার্সিতে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, চলতি মার্চ মাসের তিন তারিখ এই জার্সিটি প্রকাশ করা হয়েছে। আবার মার্চ মাস বছরের তৃতীয় মাস।

এদিন একটি ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সিটি সবার সামনে এনেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে দেখা যাচ্ছে, তিন সংখ্যাকে বেশ গুরুত্ব দিয়েই দেখানো হয়েছে। যেহেতু কলকাতা তিনবার আইপিএল জিতেছে, তাই এই সংখ্যাকে বাড়তি গুরুত্ব দিয়েছে তারা।

অন্যদিকে, জার্সির হাতায় একটি সোনালি রঙের ব্যাজও রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে হাতায় থাকবে এই বিশেষ লোগো। তাছাড়া কেকেআর-এর মূল মন্ত্র হল ‘করব, লড়ব, জিতব।’সেটিও কিন্তু তিনটিই শব্দ। তাই সেই ট্যাগ লাইনটিকেও ভিডিও-র মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?