Virat Kohli and Rohit Sharma: ক্রিকেটের দুই ফর্ম্যাট টি-২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এখন থেকে তাঁরা শুধু ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলবেন। তবে তাঁরা কতদিন খেলবেন, সে বিষয়ে জল্পনা চলছে।

Virat Kohli and Rohit Sharma: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 Cricket World Cup) পর্যন্ত কি ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা? (Rohit Sharma) এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট এখনই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ নিয়ে ভাবছে না। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত ও বিরাট। এবার ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে এই দুই তারকা ক্রিকেটার আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। গম্ভীর অবশ্য জানিয়েছেন, তাঁরা আগামী বছর দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ (2026 T20 World Cup) বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন গম্ভীর?

ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গম্ভীর জানিয়েছেন, ‘২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে আমরা টি-২০ বিশ্বকাপে খেলব। যা অনেক বড় টুর্নামেন্ট। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে হবে এই টুর্নামেন্ট। আমরা সেই টুর্নামেন্ট নিয়েই পরিকল্পনা করছি। ইংল্যান্ড সফরের পর আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবব। ২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বরের এখনও আড়াই বছর দেরি। আমি সবসময় বলে এসেছি, যদি তুমি পারফর্ম করে যাও, তাহলে বয়স শুধু সংখ্যামাত্র।’

কবে আবার ভারতীয় দলের হয়ে খেলবেন রোহিত-বিরাট?

এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) শেষবার ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে খেলেন বিরাট ও রোহিত। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এই দুই তারকা ক্রিকেটার ফের কবে ওডিআই ফর্ম্যাটে খেলবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তাঁদের নিয়ে জল্পনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।