প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ নতুন নয়। ফের এই অভিযোগ ওঠায় নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট।
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের পৌত্র পুষ্কর রায় ও তাঁর স্ত্রী মিতা রায়ের বিরুদ্ধে পরিচারিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। ওই পরিচারিকার অভিযোগ, অনেকদিন ধরেই তাঁর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাচ্ছিলেন পুষ্কর ও মিতা। গত শুক্রবার অত্যাচারের মাত্রা চরমে পৌঁছয়। ওই পরিচারিকাকে বেদম প্রহার করা হয়। এর জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন পরিচারিকা। তিনি দাবি করেন, লোহার রড দিয়ে মারা হয়। চোখ-মুখ ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এই পরিচারিকা।
এই ঘটনায় শ্যামপুকুর থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। লঘু ধারায় কেন মামলা দায়ের করা হল, এই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ২১ আগস্ট পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।
ওই পরিচারিকা দাবি করেছেন, তিনি অত্যাচারের শিকার হয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তিনি পুলিশের দ্বারস্থ হওয়ায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ফলে তিনি হাইকোর্টে মামলা দায়ের করতে বাধ্য হন। এবার সুবিচার পাবেন বলেই আশা এই পরিচারিকার। অভিযুক্তরা অবশ্য এখন পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
কয়েক মাস আগে মুম্বইয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে স্ত্রী আন্দ্রিয়া হিউয়িটকে গালিগালাজ এবং মারধর করার অভিযোগ ওঠে। বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন কাম্বলির স্ত্রী। তাঁর অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মারধর করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি স্ত্রীর দিকে একটি কুকিং প্যানের হ্যান্ডল ছুড়ে মারেন। সেটি স্ত্রীর মাথায় লাগে। এর ফলে মাথায় চোট পান। এরপরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আন্দ্রিয়া।
এক পুলিশ আধিকারিক জানান, মদ খেয়ে ফ্ল্যাটে গিয়ে স্ত্রীকে মারধর শুরু করেন কাম্বলি। সেই সময় তাঁদের ১২ বছর বয়সি ছেলে ফ্ল্য়াটে ছিল। সে মায়ের উপর অত্যাচার থামানোর চেষ্টা করে। কিন্তু কাম্বলি রান্নাঘরে গিয়ে প্যানের ভাঙা হ্যান্ডল নিয়ে এসে স্ত্রীর মাথা লক্ষ্য করে ছুড়ে দেন। এর ফলে তাঁর স্ত্রী মাথায় চোট পান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথায় চোট পাওয়ার পর চিকিৎসার জন্য ভাবা হাসপাতালে যান কাম্বলির স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত এবং ৫০৪ ধারায় শান্তিভঙ্গ করার জন্য ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-
খেলা চলাকালীন মাঠে সাপ, গায়ের উপর পা তুলে দিতে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার
রোজগার আইপিএল খেলে আর ভারতকেই ব্যঙ্গ! নিকোলাস পুরাণের আচরণে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা
Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা