একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা মার্কাস স্টয়নিসের! চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের বড় ঝটকা

Published : Feb 06, 2025, 06:59 PM IST
একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা মার্কাস স্টয়নিসের! চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের বড় ঝটকা

সংক্ষিপ্ত

টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করার জন্য একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৩৫ বছর বয়সী মার্কাস স্টয়নিস। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেও, খানিকটা অপ্রত্যাশিতভাবেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সবাইকে চমকে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন হতে চলছে। কার্যত, বেকায়দায় অস্ট্রেলিয়া। 

টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করার জন্যই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৩৫ বছর বয়সী স্টয়নিস, এমনটাই জানা গেছে। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন।

স্টয়নিস জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলতে পেরেছি, এটাই আমার কাছে অবিস্মরণীয় একটি বিষয়। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে সেইজন্য ধন্যবাদ জানাতে চাই। অবসর নেওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। তবে এটাই সঠিক সময় বলে মনে করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই অস্ট্রেলিয়ান দলের জন্য আমিও উৎসাহ দেব।"

গত ২০১৫ সালে, ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে মার্কাস স্টয়নিসের একদিনের ক্রিকেটে অভিষেক হয়। ঠিক তারপরের বছর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেন পার্কে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়ার একদিনের দলের নিয়মিত সদস্য হন। এরপর ২০২৩ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলেও ছিলেন এই অজি ক্রিকেটার। 

বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার সেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হন মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটিং গড় ২৬.৬৯ এবং সংগ্রহে ১৪৯৫ রান। শুধু  তাই নয়, ৪৮টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।

তবে দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় প্রথম তিনটি ম্যাচের পরেই তিনি আহত হন। অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার মিচেল মার্শ ইতিমধ্যেই চোটের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন। আর তার মধ্যেই এবার স্টয়নিসের অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?