Sachin Tendulkar: হাতের নাগালে মাস্টার ব্লাস্টার, উড়ানেই সচিন-সচিন চিৎকার সহযাত্রীদের, ভাইরাল ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সফল ব্যাটার সচিন তেন্ডুলকর। জনপ্রিয়তায় বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন এই তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় ‘সচিন-সচিন’ চিৎকার শোনা অভ্যাসে পরিণত হয়েছিল। এখনও সেই চিৎকার শুনতে পান সচিন তেন্ডুলকর। সম্প্রতি উড়ানে তাঁকে দেখতে পেয়েই চিৎকার শুরু করে দেন সহযাত্রীরা। সবাই সচিনকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। সচিনও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে বিমানের জানলা দিয়ে পাহাড়ের অপরূপ শোভা দেখা যাচ্ছে। কাশ্মীর বেড়াতে যাওয়ার পথে এই ভিডিও তোলেন সচিন। এই উড়ানেই সচিনকে দেখে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সচিন। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি।

৩৫ বছর ধরে চলছে সচিন-সচিন চিৎকার

Latest Videos

১৯৮৯ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। সেই সময় থেকেই তাঁকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ৩৫ বছর পরেও সেই ছবিটা বদলায়নি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা সচিন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিরা এখনও জনপ্রিয়তায় সচিনকে ছাপিয়ে যেতে পারেননি। এখনও ক্রিকেটপ্রেমীদের মনে সচিনের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এই তারকাও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উড়ানে সহযাত্রীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে করজোড়ে সবাইকে ধন্যবাদ জানান সচিন

 

 

সপরিবারে কাশ্মীর সফরে সচিন

প্রথমবার কাশ্মীর সফরে যান সচিন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারা। কাশ্মীরের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখে মোহিত হয়ে গিয়েছেন সচিন। তিনি শ্রীনগর-জম্মু হাইওয়েতে চারসু অঞ্চলে একটি ব্যাট তৈরির কারখানায় ঢুকে পড়েন কর্মীদের সঙ্গে কথা বলেন, ব্যাট তৈরির কাজ খতিয়ে দেখেন। কাশ্মীর ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন। ভূস্বর্গ ভ্রমণ করে তিনি খুব খুশি হয়েছেন। সচিনের অনুরাগীরাও এই ভিডিও দেখে উচ্ছ্বসিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sachin Tendulkar: গাড়ি দাঁড় করিয়ে রাস্তা জিজ্ঞেস করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর ! হাতজোড় করে কেঁদে ফেললেন ভক্ত

Sachin Tendulkar: গেমিং অ্যাপের বিজ্ঞাপনে সারার নাম করে ভুয়ো ভিডিও, সরব সচিন

Sachin Tendulkar: একসঙ্গে ৩ প্রজন্মের বাঘ দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর, দেখুন ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury