MI vs CSK Live Updates: ঘরের মাঠে মুম্বই বধ! রোহিতদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় চেন্নাইয়ের

MI vs CSK Live Updates: নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল চেন্নাই সুপার কিংস। পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স।

MI vs CSK Live Updates: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রবিবার, আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। সেই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় চেন্নাই। আর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বই (MIS vs CSK)। রোহিত শর্মা (Rohit Sharma) ফিরে যান শূন্য রানে।

 

Latest Videos

 

আরেক ওপেনার রিকেলটন করেন ১৩ রান। হার্দিক এই ম্যাচে খেলেননি, তার তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। তবে তাঁর ঝুলিতে মাত্র ২৯ রান। এছাড়া তিলক ভার্মার সংগ্রহে ৩১। দীপক চাহার নিচের দিকে নেমে কিছুটা লড়াই করেন। তাঁর ঝুলিতে ২৮ রান (MI vs CSK live updates)।

শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মুম্বই। এদিন বল হাতে কার্যত দাপট দেখান চেন্নাইয়ের বোলাররা। নুর আহমেদ নেন ৪টি উইকেট, খলিল আহমেদের সংগ্রহে ৩ উইকেট এবং ১টি করে উইকেট পেয়েছেন নাথান এলিস এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি চেন্নাইকে। ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) একাই করেন ৬৫ রান। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সংগ্রহে ৫৩ রান। শেষদিকে নেমে রবীন্দ্র জাদেজা করেন ১৭ রান। ফলে, ১৯.১ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে নেয় চেন্নাই।

নিঃসন্দেহে নিজেদের প্রথম ম্যাচেই জয় চেন্নাইয়ের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। আর এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই মুম্বইকে টেক্কা দিয়েছে চেন্নাই।

মুম্বইয়ের হয়ে ৩টি উইকেট নেন ভিগনেশ পুথুর। ম্যাচের সেরা নুর আহমেদ (Noor Ahmed)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী