আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলেছেন ইংল্যান্ডের অফস্পিনার মইন আলি। তিনি জানিয়েছেন, ধোনির কাছ থেকে অধিনায়কত্ব শিখেছেন।
ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্বের বিষয়ে সবকিছু শিখেছেন বলে জানালেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা মইন আলি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে ধোনি ও মইন একসঙ্গে খেলেছেন। সেই সময়ই ধোনির কাছ থেকে অধিনায়কত্ব শিখেছেন বলে জানিয়েছেন মইন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মইন জানিয়েছেন, ‘আমি এমএসের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। ওর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমি ওকে অধিনায়কত্বের বিষয়ে নানা প্রশ্ন করেছি। ও আমার সব প্রশ্নের জবাব দিয়েছে। ও বেশ খোলামেলা। অধিনায়ক হিসেবে আমি ওর কাছ থেকে অনেককিছু শিখেছি। ওর কাছ থেকে ব্যাটিংয়ের বিষয়েও আমি অনেককিছু শিখেছি। আমি অন্য কোনও দলের ব্যাপারে জানি না কিন্তু সিএসকে একটি পরিবারের মতো। আমি এই মরসুমেও খেলার জন্য মুখিয়ে আছি। এবারের আইপিএল-এর নিলামে খুব ভালো দল গঠন করতে পেরেছে সিএসকে। নতুন খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য আমি অপেক্ষা করছি। সবচেয়ে বড় কথা হল আমি চিপকে খেলার জন্য তৈরি হচ্ছি। চিপকে এবার দর্শকদের সামনে খেলব।’
গত বছর ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন মইন। এর আগে ২০১৯ সালে তিনি ওডিআই বিশ্বকাপও জিতেছেন। প্রথম দল হিসেবে একইসঙ্গে ওডিআই ও টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ২ বারই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মইন। তিনি জানিয়েছেন, আইপিএল-এর মাধ্যমে ইংল্যান্ড দল বিশেষ উপকৃত হয়েছে। ভারতীয় দলের সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে পেরেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে এই ক্রিকেটার বলেছেন, 'আমার মনে হয় ইংল্যান্ড দলের অনেক উপকার করেছে আইপিএল। শুধু ব্যক্তিগতভাবেই আমরা নয়, ভারতীয় দলের বিরুদ্ধেও আমরা অনেক ম্যাচ খেলেছি। এর ফলে ভারতীয় ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতা জানতে পেরেছি আমরা। সেটা আমাদের কাজে লেগেছে। ব্যক্তিগতভাবে আমি বিশেষ উপকৃত হয়েছি। মাঠভর্তি দর্শকের সামনে খেলার ফলে আমার লাভ হয়েছে।'
মইন আরও বলেছেন, ‘আমি বিরাট কোহলিকে বিশেষ পছন্দ করি। ও অসাধারণ একজন ক্রিকেটার। ও ক্রিকেটার হিসেবে অনন্য। ও এমন একজন ক্রিকেটার যার সঙ্গে সবাই খেলতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে চায়। ওর বিশেষ কিছু গুণ আছে। ওর মতো ব্যক্তিত্বের অন্য কাউকে আমি দেখিনি।’
এবারের আইপিএল কবে থেকে শুরু হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মইনের মতো ক্রিকেটাররাও আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন।
আরও পড়ুন-
২৩ জানুয়ারি বিয়ে করছেন কে এল রাহুল-আথিয়া শেট্টি, অনুষ্ঠান হবে খান্ডালায়
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতের
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের আগে পদ্মনাভস্বামী মন্দিরে সূর্যকুমার, কুলদীপরা