
England vs India Lord's Test Match: টার্গেট মাত্র ১৯৩। কিন্তু সেটাই এখন মনে হচ্ছে বিশাল। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ভারতীয় শিবিরে কাঁপুনি। ফিরে গিয়েছেন ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), তিন নম্বরে ব্যাটিং করতে নামা করুণ নায়ার (Karun Nair), অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ও নৈশপ্রহরী আকাশ দীপ (Akash Deep)। ৭ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান যশস্বী। ৩৩ বল খেলে ১৪ রান করে ফিরে যান করুণ। ৯ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান শুবমান। ১১ বল খেলে ১ রান করে আউট হন আকাশ দীপ। এর মধ্যে শুবমানের উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন ভারতের অধিনায়ক। কিন্তু তিনি লর্ডসে দুই ইনিংসেই ব্যর্থ হলেন।
লর্ডসে চতুর্থ দিনের শেষে ভারতের একমাত্র অপরাজিত ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। ৪৭ বল খেলে ৩৩ রান করেছেন এই তারকা ব্যাটার। তিনি প্রথম ইনিংসে ১০০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাঁকে বড় স্কোর করতে হবে। জয়ের জন্য ভারতীয় দলকে এখনও ১৩৫ রান করতে হবে। ভরসা করার মতো ব্যাটার হিসেবে আছেন ঋষভ পন্থ (Rishabh Pant), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সোমবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন প্রথম সেশনই ফল নির্ধারণ করে দেবে। রাহুলের সঙ্গে ঋষভ যদি ৫০ রানের পার্টনারশিপও গড়তে পারেন, তাহলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে ভারতীয় দল।
এজবাস্টনে (Edgbaston) টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় দল। এবার লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পথে রাহুলরা। সোমবার রান করা সহজ না-ও হতে পারে। তবে প্রথম সেশনে উইকেট না হারালেই জয় পেতে পারে ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।