
Mohammed Siraj: আত্মবিশ্বাসী ভারতীয় দলের অন্যতম বড় ভরসা মহম্মদ সিরাজ। শেষ টেস্টে একটুর জন্য হারতে হয়েছিল। কিন্তু এবার আর সেইরকম কিছু আশা করছে না ভারতীয় ক্রিকেট দল (mohammed siraj england tour)।
প্রসঙ্গত, তৃতীয় টেস্টে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর লর্ডসে শেষপর্যন্ত ২২ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। কিন্তু তা বলে হাল ছেড়ে বসে নেই তারা। আসলে সেই ম্যাচে, ভারতের শেষ উইকেটটি পতন হয়েছিল সিরাজের আউটের মধ্যে দিয়েই। স্বাভাবিকভাবেই, অনেকটা আবেগপ্রবণ ছিলেন তিনি। কিন্তু এবার আর কোনও ভুল করতে চান না (India vs England 4th Test)।
বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট। ভারতের কাছে কার্যত, মরণ-বাঁচন ম্যাচ। কারণ, পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে তারা। ফলে, সিরিজে সমতা ফেরাতে গেলে এই টেস্টে জিততেই হবে।
তাই লর্ডসের হার ভুলে, টেস্ট সিরিজে সমতা ফেরাতে লড়াই করবে ভারত। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার জানালেন, “আমার সঙ্গে জাড্ডু ভাইয়ের দারুণ পার্টনারশিপ চলছিল। যেভাবে আমরা ব্যাট করছিলাম, সেইজন্যই এই আত্মবিশ্বাসটা এসে গেছিল। কিছুতেই আমি আউট হব না। তবে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে, ব্যাটের মাঝখান দিয়ে খেলেও আমি আউট হয়ে গেছি। পুরো মনটা ভেঙে গেছিল।”
তাঁর কথায়, "এই যন্ত্রণা আমার বহুদিন থেকে যাবে। আমি এমনিতে খুবই আবেগপ্রবণ মানুষ। জয়ের কত কাছাকাছি চলে গেছিলাম আমরা। কিন্তু নিয়তিকে তো মেনে নিতেই হবে। তাই এবার পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। মাঠে যখন খেলতে নামব, দেশকে জেতানোর জন্যই নামব। ম্যাঞ্চেস্টার টেস্টেও আমার সেই একই লক্ষ্য থাকবে।”
সিরাজ জানাচ্ছেন, “দেখুন, আমি দেশের জন্য খেলি। তাই নিজের সবটা দিতে তৈরি আছি। আর আমি যখন সেটা করি, তখন রাতে শান্তিতে ঘুমাতেও পারি। সেক্ষেত্রে যদি আমি পছন্দমতো ফলাফল করতে নাও পারি, তাতেও কোনও অসুবিধা নেই। ঈশ্বর আমাকে ফিট রেখেছেন। তাই ওয়ার্কলোড নিয়ে বিজ্ঞানীরা কথা বলুক। আমি শুধু চাই যে, দেশের জন্য যত বেশি সম্ভব ম্যাচ খেলতে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।