একসময় ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্পর্কের অবনতির কথা শোনা যেত। সেই ঘটনার দেড় দশক পরেও ধোনির উপর থেকে রাগ যাচ্ছে না যুবরাজের বাবা যোগরাজ সিংয়ের।
ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন যোগরাজ সিং। ২০০৭ সালে টি-২০ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম নায়ক যুবরাজ সিংয়ের বাবার দাবি, ২০১৯ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে ইচ্ছাকৃতভাবে ভারতীয় দলকে হারিয়েছিলেন ধোনি। তিনি চাননি তাঁর কৃতিত্বে ভাগ বসান বিরাট কোহলি। একটি সাক্ষাৎকারে ধোনিকে আক্রমণ করে যোগরাজ বলেছেন, ‘আমার রক্ত এখনও ফুটছে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভালো ব্যাটিং করেনি ধোনি। ও চাইছিল কিউয়িদের কাছে হেরে যাক ভারত। ওর নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ও চায়নি অন্য কোনও অধিনায়ক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক।’
যোগরাজের আরও দাবি, ‘রবীন্দ্র জাদেজা ক্রিজের এক প্রান্তে ভালো ব্যাটিং করছিল। ও ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছিল। ধোনি ওর সহজাত দক্ষতা অনুযায়ী ব্যাটিং করেনি। ও যদি দক্ষতার ৪০ শতাংশ অনুযায়ীও খেলত, তাহলে আমরা ৪৮ ওভারের মধ্যেই ম্যাচ জিতে যেতাম। কিন্তু ধোনি ইচ্ছাকৃতভাবে ভারতীয় দলকে হারিয়ে দেয়। ও নিজে বড় শট খেলছিল না। জাদেজাকে গিয়ে বলছিল, তুই মার। ধোনি মিড অন, মিড অফ, মিড উইকেটের উপর দিয়ে শট খেলতে পারত। কিন্তু ও কোনও শটই খেলেনি। আমি বল ধরে ধরে বলে দিতে পারি, ধোনি কীভাবে ভারতীয় দলকে ডুবিয়েছে।’
২০১৯ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থা থেকে দলকে লড়াইয়ে ফেরান ধোনি ও জাদেজা। ৫৯ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন জাদেজা। তাঁর ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ৭২ বলে ৫০ রান করেন ধোনি। তিনি ইচ্ছাকৃতভাবে দলকে হারিয়েছিলেন কি না সেটা প্রমাণ ছাড়া বলা সম্ভব নয়। তবে এটা ঠিক যে ম্যাচের শেষদিকে যখন আস্কিং রেট বেড়ে যাচ্ছিল, তখনও বড় শট খেলার চেষ্টা করেননি ধোনি। তিনি হয়তো শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। ৪৮.৩ ওভারে ধোনি রান আউট হয়ে যেতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। এটাই হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শেষ ম্যাচ।
আরও পড়ুন-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠের বাইরে বসে থাকা কঠিন ছিল, জানালেন অশ্বিন
আইপিএল-এর সবচেয়ে ধনী দলের তকমা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের
MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা