বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠের বাইরে বসে থাকা কঠিন ছিল, জানালেন অশ্বিন

Published : Jul 13, 2023, 03:45 PM ISTUpdated : Jul 13, 2023, 03:59 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের অন্যতম ভরসা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পরেও নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন না এই অলরাউন্ডার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। সেই আফশোস এখনও যাচ্ছে না ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকা টেস্ট ম্যাচের প্রথম দিন অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর অশ্বিন বলেছেন, ‘আমি এর আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ না পাওয়া প্রসঙ্গে নিজের মত জানিয়েছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলকে নিয়ে যাওয়ার পরেও মাঠের বাইরে বসে থাকা একজন ক্রিকেটার হিসেবে খুব কঠিন ছিল। কিন্তু আমিও যদি হতাশা প্রকাশ করতাম, তাহলে ড্রেসিংরুমে থাকা অন্য একজনের সঙ্গে আমার কী পার্থক্য থাকত? আমরা যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যাই, তখন আমি খেলার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। আমি মানসিক ও শারীরিকভাবে খেলার জন্য তৈরি হচ্ছিলাম, কীভাবে খেলব সেই পরিকল্পনাও করছিলাম। কিন্তু একইসঙ্গে আবার না খেলার জন্যও তৈরি ছিলাম।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। অশ্বিনকে দলে না রাখার খেসারত দিতে হয়। সহজেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, 'আমি যখন খেলার সুযোগ পাইনি, তখন কী করতে পারতাম? ড্রেসিংরুমের পরিবেশ যাতে ভালো থাকে, তার জন্য আমার কী করা উচিত ছিল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমার কেরিয়ারের অন্যতম বড় মুহূর্ত হতে পারত। আমি দলের জন্য বড় অবদান রাখতে পারতাম। কিন্তু আমার খেলার সুযোগ না পাওয়া দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল। আমি যে পরিকল্পনা করেছিলাম সেটা কাজে লাগেনি। এই ম্যাচের প্রথম দিনই আমরা পিছিয়ে পড়ি।' 

অশ্বিন আরও বলেছেন, 'আমি জাতীয় দলের সতীর্থদের এবং ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেককে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি সবসময় মাঠে নিজের সেরাটাই দেব। এছাড়া আমার আর কিছু বলার নেই।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে অশ্বিনকে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যাওয়ার পর অশ্বিনকে না খেলানো নিয়ে সমালোচনা তীব্র হয়। এতদিন এ বিষয়ে প্রকাশ্যে সেভাবে কিছু বলেননি অশ্বিন। এবার তিনি সরাসরি খেলার সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন।

আরও পড়ুন-

লো-স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস জয়, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ হরমনপ্রীতদের দখলে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে