১২ বছর পর ডমিনিকায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ২০১১ সালে এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। সেই ম্যাচে খেলেছিলেন বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই হিসেবে ভারতীয় দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি। এবারই প্রথম সিনিয়র পর্যায়ে মূল জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এবার টেস্টে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালের। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন যশস্বী। ম্যাচের আগের দিন সে কথা জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী সুযোগ পাওয়ায় ব্যাটিং অর্ডারে এক ধাপ নামতে হচ্ছে অপর এক তরুণ ওপেনার শুবমান গিলকে। রোহিত জানিয়েছেন, তাঁর সঙ্গে ব্যাটিং ওপেন করবেন যশস্বী। ৩ নম্বরে ব্যাটিং করবেন শুবমান। ৪ নম্বরে ব্যাটিং করবেন বিরাট কোহলি। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলার সুযোগ পেলে ৫ নম্বরে ব্যাটিং করতে পারেন ঈশান কিষান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট ম্যাচের আগের দিন রোহিত বলেছেন, ‘গিল ৩ নম্বরে ব্যাটিং করবে। ও নিজেই মিডল অর্ডারে ব্যাটিং করতে চেয়েছে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে ওর কথা হয়েছে। ও বলেছে, সারা কেরিয়ারে ৩ ও ৪ নম্বরে ব্যাটিং করেছে। ও ৩ নম্বরে ব্যাটিং করলে দলের জন্য আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারবে। আমাদের দলের জন্য সেটা ভালো। কারণ, সেক্ষেত্রে ওপেনিংয়ে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন থাকবে। আমরা এই পরিকল্পনাই করছি। আশা করি দীর্ঘদিন এভাবে খেলতে পারবে আমাদের দল। আমরা দীর্ঘদিন ধরেই একজন বাঁ হাতি ব্যাটারের খোঁজে ছিলাম। আমরা এবার সেই ব্যাটারকে পেয়েছি। আশা করি ও (যশস্বী) দলের জন্য ভালো পারফরম্যান্স দেখাতে পারবে এবং দলে জায়গা পাকা করতে পারবে।’
ডমিনিকায় এখনও পর্যন্ত যে কয়েকটি টেস্ট ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলিতে পিচ থেকে সাহায্য পেয়েছেন স্পিনাররা। ফলে ভারতীয় দলের সুবিধা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ না পেলেও, ডমিনিকায় খেলার সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘উইকেট দেখে আমরা যে পরিকল্পনা করছি, তাতে ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে খেলব। এখানে ২০১৭ সালে শেষ যে টেস্ট ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে স্পিনাররা অনেক উইকেট নিয়েছিল। আমরা এখানে অনুশীলন করেছি। উইকেটে যে বাউন্স রয়েছে, তাতে আমাদের মনে হয়েছে ২ স্পিনার ও ৩ পেসার নিয়ে খেলা ভালো। ভারতের অনেক তরুণ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি। নির্বাচকরা তাঁদের উপর নজর রাখছেন। ওরা সুযোগ পেতে পারে।’
আরও পড়ুন-
আইপিএল-এর সবচেয়ে ধনী দলের তকমা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের
বাবার পর ছেলের বিরুদ্ধেও ম্যাচ, সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করছেন বিরাট কোহলি
MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা