Kolkata Knight Riders: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ৯.২০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই ক্রিকেটারকে নিয়ে বিতর্ক তুঙ্গে।

DID YOU
KNOW
?
আইপিএল-এ বিতর্ক
মুস্তাফিজুর রহমানকে কেকেআর-এ নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই ক্রিকেটারকে ছেড়ে দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

Mustafizur Rahman: দেশজুড়ে বিতর্কের আবহে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নির্দেশ দিল বিসিসিআই (BCCI)। আবু ধাবিতে (Abu Dhabi) এবারের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 mini-auction) ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএল-এ সবচেয়ে বেশি টাকা পান মুস্তাফিজুর। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাঁকে আইপিএল-এ খেলতে দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও আসরে নেমে পড়েন। অনেকে কেকেআর কর্ণধার শাহরুখ খানকে (Shah Rukh Khan) আক্রমণ করেন। বিসিসিআই কেন আইপিএল-এর নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের থাকতে দিল, সেই প্রশ্নও তোলেন অনেকে। এই পরিস্থিতিতে বিতর্ক থামাতে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই।

পরিবর্ত ক্রিকেটার পাবে কেকেআর

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সর্বত্র যে বিষয়ে আলোচনা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই-এর পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে হবে। বিসিসিআই আরও বলেছে, ওরা যদি কোনও পরিবর্ত খেলোয়াড়কে দলে নিতে চায়, তাহলে বিসিসিআই সেই খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি দেবে।’

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে প্রভাব পড়বে?

আগামী মাসেই টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে ভারতে আসবেন মুস্তাফিজুররা। কলকাতায় তাঁদের ম্যাচ রয়েছে। তার ঠিক আগে বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকী, কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। বাংলাদেশের মৌলবাদীরা এই ঘটনাকে কেন্দ্র করে ফের ভারত-বিরোধিতায় সুর চড়াতে পারে। শুক্রবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ঘোষণা করেছে, চলতি বছরের অগাস্টের শেষদিকে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। কিন্তু সেই সফর হবে কি না, সে বিষয়েও সংশয় তৈরি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।