ভারতীয় দলের প্রধান কোচ হয়ে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জেতেন গ্যারি কার্স্টেন। তবে পাকিস্তান দলের কোচ হয়ে বেশিদিন থাকতে পারলেন না কার্স্টেন।
এ বছরের এপ্রিলে পাকিস্তানের ওডিআই, টি-২০ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। কথা ছিল, ২ বছরের জন্য এই পদে থাকবেন। কিন্তু ৬ মাস পরেই সরে গেলেন গ্যারি কার্স্টেন। পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে পদত্যাগ করলেন কার্স্টেন। তিনি কেন পাকিস্তানের সীমিত ওভারের দলের প্রধান কোচ পদ থেকে সরে গেলেন, তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া সফরে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে কার্স্টেন সরে যাওয়ায় তড়িঘড়ি অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপিকে ওডিআই, টি-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্স্টেনের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন গিলেসপি।
অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য পান কার্স্টেন। তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। এই কারণেই কার্স্টেনকে সীমিত ওভারের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে পিসিবি। সেই সময় কার্স্টেনের ভূমিকা নিয়ে আশাবাদী ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর আশা ছিল, কার্স্টেনের কাছ থেকে অনেককিছু শিখতে পারবেন পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু ওডিআই ফর্ম্যাটে মাত্র একবারই পাকিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার সুযোগ পান কার্স্টেন। কোনও কাজ ছাড়াই বসে থাকতে হচ্ছে বলেই হয়তো সরে গেলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেটে রদবদল
পাকিস্তানের ওডিআই, টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়তে বাধ্য হয়েছেন বাবর আজম। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহম্মদ রিজওয়ান। এবার কার্স্টেনও পদত্যাগ করলেন। ফলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট দলে রদবদল হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লক্ষ্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাচ্ছে অস্ট্রেলিয়া
ওডিআই, টি-২০ দলের নেতৃত্ব হারালেন, বাবর আজমের জন্য পাকিস্তান দলের দরজা বন্ধ?
পিচ শুকনো করতে পাখা ব্যবহার, ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান