
Nitish Kumar Reddy Legal Battle: পাঁচ কোটি টাকা দিতে হবে। এই দাবিতে জাতীয় দল (Indian National Cricket Team) এবং আইপিএল-এ (IPL 2025) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) নির্ভরযোগ্য অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এই ক্রিকেটারের প্রাক্তন এজেন্সি স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড (Square The One Private Limited) এই মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy 2024-25) চলাকালীন এই এজেন্সির সঙ্গে নীতীশের সম্পর্কের অবনতি হয়। ভারতীয় দলের অন্য এক ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে নতুন চুক্তি করেন নীতীশ। এরপরেই তাঁর কাছ থেকে পাঁচ কোটি টাকা চেয়ে বসে প্রাক্তন এজেন্সি। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন এই ক্রিকেটার। আলোচনায় সমাধান না মেলায় নীতীশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করে প্রাক্তন এজেন্সি। সোমবার এই মামলার শুনানি হতে পারে।
২০২১ সালে স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে নীতীশের চুক্তি হয়। আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেন এই ক্রিকেটার। একইসঙ্গে তাঁর আর্থিক উন্নতিও হতে থাকে। একাধিক সংস্থার সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি হয়। বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন নীতীশ। চুক্তি অনুযায়ী তাঁর এজেন্সিকে প্রাপ্য টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা দিতে চাননি এই ক্রিকেটার। এই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হল। এবার দিল্লি হাইকোর্ট যে রায় দেবে, তা মেনে নিতে হবে নীতীশকে।
বেশ কিছুদিন ধরেই চোটের কারণে সমস্যায় নীতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে শতরান করলেও, এবারের আইপিএল-এ চোটের কারণে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অলরাউন্ডার। ইংল্যান্ড সফরে খেলার সুযোগ পেলেও, ফের চোট পাওয়ায় তাঁকে ছিটকে যেতে হল। এবার আইনি সমস্যা মেটাতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।