Olympic Cricket 2028: অলিম্পিকে কবে কবে ক্রিকেট? ঘোষণা করা হল সূচি, দেখে নিন একঝলকে

Published : Jul 15, 2025, 06:25 PM ISTUpdated : Jul 15, 2025, 06:27 PM IST
Olympic

সংক্ষিপ্ত

Olympic Cricket 2028: আসন্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জলস অলিম্পিক গেমসে কবে কবে হবে ক্রিকেট? জানিয়ে দিল অলিম্পিক সংস্থা। 

Olympic Cricket 2028: সামনে চলে দিনক্ষণ। আসন্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জলস অলিম্পিক গেমসে কবে কবে হবে ক্রিকেট? জানিয়ে দিল অলিম্পিক সংস্থা (olympic cricket 2028 schedule)।

১২৮ বছর পর আবার অলিম্পিকে থাকছে ক্রিকেট 

আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ৫টি নতুন ইভেন্ট থাকছে। সেগুলির মধ্যে অন্যতম একটি ইভেন্ট হল ক্রিকেট। এবার সেই ক্রিকেট ম্যাচগুলির দিনক্ষণ ঘোষণা করল অলিম্পিক কমিটি। মোট ১৭ দিন ধরে অলিম্পিকে চলবে পুরুষ এবং মহিলা, উভয় দলের ক্রিকেট ম্যাচ। তবে সবকটি ম্যাচই টি-২০ ফরম্যাটে খেলা হবে (olympic cricket 2028 format)।

অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট খেলা হবে মোট ৬টি দলের মধ্যে। মানে ৬টি পুরুষ দল এবং ৬টি মহিলা দল। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে ক্রিকেটার। অর্থাৎ, অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নেবেন। 

কিন্তু যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট ঠিক কীভাবে সাজানো হবে, তা এখনও পরিষ্কার করে জানানো হয়নি। তবে সেই ৬টি দেশের মধ্যে আয়োজক দেশ হিসেবে আমেরিকা সরাসরি সুযোগ পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর ৫টি জায়গা বাকি থাকবে। এবার সেই ৫টি স্পট কীভাবে ভর্তি করা হবে, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

তবে ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা

বেশিরভাগ দিনই দুটি করে ম্যাচ রাখা হবে। তবে ১৪ এবং ২১ জুলাই কোনও ক্রিকেট ম্যাচ খেলা হবে না। তার আগে ২০ জুলাই মেয়েদের এবং পরে ২৯ জুলাই পুরুষদের পদকজয়ের ম্যাচগুলি আয়োজিত হবে। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট ম্যাচগুলি পোমোনার অস্থায়ী একটি মাঠে খেলা হবে। আর এই জায়গাটি লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি মাঠ।

স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচগুলি। অর্থাৎ, ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিট এবং এবং পরদিন সকাল ৭টায় ম্যাচগুলি দেখা যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত