
Sourav Ganguly on Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট-সম্পর্ক ছিন্ন করা উচিত কি না, এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘১০০ শতাংশ। ভারতের এটা করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা রসিকতায় পরিণত হয়েছে। প্রতি বছরই এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে।’ ক্রিকেট মহলের অনেকেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্রিকেট মহলের অনেকেই নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জঙ্গিদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। কিন্তু কেউই সৌরভের মতো এত কড়া বার্তা দেননি।
২০০৪ সালে সৌরভের নেতৃত্বেই দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। সেই সফরে ওডিআই, টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এরপরেও পাকিস্তান সফরে গিয়েছে ভারতীয় দল। পাকিস্তান দলও ভারত সফরে এসেছে। তবে ২০১২ সালের পর আর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। গত ১২-১৩ বছরে শুধু এশিয়া কাপ (Asia Cup), টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), ওডিআই বিশ্বকাপ (ODI World Cup), আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy) ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match) হয়েছে। যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে আকর্ষণীয়। এই কারণে আইসিসি ইভেন্টে (ICC Event) ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়। অসমর্থিত সূত্রে খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে চিঠি দিয়ে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানকে যেন একই গ্রুপে রাখা না হয়। বিসিসিআই অবশ্য সরকারিভাবে এই চিঠি দেওয়ার কথা স্বীকার করেনি। তবে বিসিসিআই সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করবে, তা মেনে চলা হবে।
এ বছরের সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ (2025 Asia Cup) হওয়ার কথা। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফর্ম্যাটে। বিসিসিআই এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানিদের ভিসা দেওয়া হবে না। ফলে ভারতে এশিয়া কাপ আয়োজন করতে হলে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলের ব্যবস্থা করতে হবে অথবা পাকিস্তানকে বাদ দিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। এশিয়া কাপ কবে এবং কোথায় আয়োজন করা হবে, সে বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। এশিয়া কাপের পর এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) হবে। এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলা হবে। ফলে অন্তত একবার ভারত-পাকিস্তান ম্যাচ হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) আগেই জানিয়ে দিয়েছে, তারা ভারতে দল পাঠাবে না। ফলে পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। আইসিসি-র সঙ্গে পিসিবি ও বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী, পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তানের ম্যাচ হবে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।
পাকিস্তানের কোনও প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেননি। এই হামলায় পাকিস্তানের সেনা (Pakistan Army) ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলে ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এই কারণেই হয়তো পাকিস্তানের ক্রিকেট মহল এ বিষয়ে মুখ খুলছে না। কারণ, পাকিস্তানে সেনা ও আইএসআই-এর বিরুদ্ধে কোনও কথা বলা যায় না। একমাত্র পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াই (Danish Kaneria) পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।