PBKS vs KKR Probable Playing XI: ঘরের মাঠে কি পাঞ্জাবকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা? সম্ভাব্য প্রথম একাদশ

Published : Apr 26, 2025, 03:18 PM ISTUpdated : Apr 27, 2025, 12:47 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

PBKS vs KKR Probable Playing XI: কলকাতায় জমবে লড়াই। ইডেনে মুখোমুখি পাঞ্জাব বনাম কলকাতা (PBKS vs KKR)। 

PBKS vs KKR Probable Playing XI: আইপিএল-এর (IPL 2025) লড়াইতে শনিবার সন্ধ্যায়, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (Punjab Kings vs Kolkata Knight Riders)। 

 

 

এই ম্যাচ কার্যত, ঘুরে দাঁড়ানোর মঞ্চ নাইটদের কাছে। কারণ, চলতি প্রতিযোগিতায় লাগাতার দুই ম্যাচে পরাজিত হয়েছে তারা। তাও আবার শেষেরটি ঘরের মাঠেই। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যিনি আবার গত মরশুমে আইপিএল জয়ী কেকেআর দলের অধিনায়কও ছিলেন (IPL 2025 Live Score)। 

 

 

ফলে, চেনা মাঠে পুরনো দলের বিরুদ্ধে কি জ্বলে উঠবেন শ্রেয়স? প্রসঙ্গত, চলতি আইপিএলে দুই দল ইতিমধ্যেই একবার মুখোমুখি হয়েছে। সেটা ছিল পাঞ্জাবের ঘরের মাঠে। আর সেই ম্যাচে হতশ্রী পারফর্ম করে কলকাতা এবং জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব (Punjab Kings vs Kolkata Knight Riders IPL 2025)।    

তাই স্বাভাবিকভাবেই, এদিনের ম্যাচ একাধিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। তবে নাইট ব্রিগেড রীতিমতো তারকায় ঠাসা। ম্যাচের রঙ তারা যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন। তাই শনিবারের ম্যাচে অবশ্যই অধিনায়ক অজিঙ্ক রাহানে, সুনীল নারিন, ডি' কক, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর দিকে নজর রাখতে হবে। 

অপরদিকে, পাঞ্জাবও আবার নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তবে তাদের গোটা দল ফর্মে রয়েছে। অধিনায়ক শ্রেয়স নিজেও ফর্মে আছেন। অতএব, তারাও যে জয়ের জন্যই ঝাঁপাবেন, সেই কথা বলাই বাহুল্য (PBKS vs KKR Live Update)। 

তাই এদিনের ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার, প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, লকি ফার্গুসন এবং যুযুবেন্দ্র চাহালের দিকেও অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (PBKS vs KKR 2025 Live Score)। 

কিন্তু এই ম্যাচ নাইটদের জন্য আসলেই ঘুরে দাঁড়ানোর একটি মঞ্চ। তার কারণ একটাই। চলতি প্রতিযোগিতায় তারা লাগাতার দুটি ম্যাচে পরাজিত হয়েছে। শেষ ম্যাচে গুজরাতের কাছে হেরেছে কেকেআর। সেই ম্যাচে অবশ্য রাহানে (Ajinkya Rahane) বেশ ভালো খেলেন। সেইসঙ্গে, আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে এই ম্যাচের। 

সেটি হল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। যিনি আবার গত মরশুমে আইপিএল জয়ী কেকেআর দলের অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁকে নাইটরা ছেঁটে ফেলে। উল্টে বিশাল দামে তাঁকে দলে নেয় পাঞ্জাব। নিঃসন্দেহে, তিনি মাঠেই জবাব দিতে চাইবেন। অন্যদিকে, এই ম্যাচে নামার আগে আইপিএল পয়েন্টস টেবিলের নিরিখে দেখতে গেলে পাঞ্জাব আছে ৫ নম্বরে এবং কলকাতা আছে ৭ নম্বরে (IPL 2025 Points Table)। 

দুটি দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (KKR vs PBKS 2025 Probable First XI)?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মইন আলি/রভম্যান পাওয়েল, রমনদীপ সিং (উইকেটকিপার-ব্যাটার), সুনীল নারিন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড