
IND vs PAK: ভারতের কাছে লজ্জার পরাজয় এবং তারপর আজব দাবি পাকিস্তানের। এবার ম্যাচ রেফারিকে সাসপেন্ড করার দাবি জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পাক বোর্ড দাবি করেছে, ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করা না হলে, তারা পরের ম্যাচে মাঠেই নামবে না।
কার্যত, হ্যান্ডশেক বিতর্ক যেন ক্রমশই বড় হচ্ছে। এবার সেই ইস্যুতে নয়া মোড়। এমনিতেই পাকিস্তানকে নাকানিচোবানি খাইয়ে জয় পেয়েছে ভারত। আর ম্যাচ শেষে 'নো হ্যান্ডশেক' পলিসি নেন সূর্যরা। জয় ছিনিয়ে এনে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে যান সূর্যকুমার যাদব এবং শিবম দুবে (india vs pakistan live)। কোনও সৌহার্দ্য বিনিময় নয়, বরং ২২ গজে মোক্ষম জবাব বোধহয় একেই বলে। তবে তারপর পাল্টা অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (no handshake ind vs pak post match)।
এই জয় দেশের সামরিক বাহিনী এবং পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারদের উৎসর্গ করেছে ভারতীয় ক্রিকেট দল (ind vs pak asia cup 2025)। রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু পহেলগাঁও হামলা এবং গোটা দেশের জনগণের আবেগকে গুরুত্ব দিয়ে, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে কোনওরকম সৌহার্দ্য বিনিময় করেননি। এমনকি, আক্রমণাত্মক মেজাজেই ম্যাচ জেতার পর, সোজা ডাগ-আউটের দিকে হাঁটা দেন সূর্য-শিবম।
‘নো হ্যান্ডশেক' এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিল, এখানে ভারত জিততে এসেছে। মোক্ষম জবাবের সঙ্গে টপ লেভেল অ্যাটিটিউড নিয়েই মাঠ ছাড়ে গোটা ভারতীয় দল। পাক ক্রিকেট দল অপেক্ষা করলেও, ভারতীয় দল হ্যান্ডশেক করেনি। কিন্তু এই অপমান একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই দলের ম্যানেজার নওয়েদ আখতার চিমা ম্যাচ রেফারির কাছে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
এবার আরও একধাপ এগিয়ে সেই ম্যাচ রেফারিকেই সাসপেন্ডের দাবি জানাল পাক ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষ হওয়ার পর রবিবার, পিসিবি এক্বটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দেন। সূর্যকুমার যাদবকেও সেই একই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচের পর, ভারতীয় ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না, এমন কোনও নির্দেশ আম্পায়ারদের তরফ থেকে ছিল না।" তাই তারা হেরে গিয়ে নালিশ করেছে।
এই অভিযোগ প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, “ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার অভিযোগ করেছে পিসিবি। তারা বলেছে, অবিলম্বে ম্যাচ রেফারিকে সরানো না হলে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবেন না তারা।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।