আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ৩-০ জয়, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

Published : Aug 27, 2023, 01:03 AM ISTUpdated : Aug 27, 2023, 01:07 AM IST
Afghanistan vs Pakistan

সংক্ষিপ্ত

এশিয়া কাপের ঠিক আগে ভালো ফর্মে বাবর আজমের দল। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে সহজ জয় পেল পাকিস্তান। ফলে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বেড়ে গেল পাকিস্তান দলের।

আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-০ জয় পেল পাকিস্তান। শনিবার তৃতীয় ওডিআই ম্যাচে ৫৯ রানে জয় পেল বাবর আজমের দল। এই জয়ের ফলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল পাকিস্তান। এর আগে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের সরিয়ে এবার ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল পাকিস্তান। এখন পাকিস্তানের পয়েন্ট ২৭২৫। অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৭১৪। ভারতীয় দল এখন ওডিআই র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে। ওডিআই বিশ্বকাপ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখতে হলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে হবে পাকিস্তানকে। কাজটা মোটেই সহজ নয়। কারণ, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলি এশিয়া কাপে খেলবে। তবে পাকিস্তান যেরকম ফর্মে আছে, তাতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। 

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর। তাঁর দল ৮ উইকেটে ২৬৮ রান করে। সর্বাধিক ৬৭ রান করেন উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৬০ রান করেন বাবর। ৩৮ রান করে অপরাজিত থাকেন আগা সলমন। ৩০ রান করেন মহম্মদ নওয়াজ। ২৭ রান করেন ওপেনার ফকর জামান। ১৩ রান করেন অপর ওপেনার ইমাম-উল-হক। সৌদ শাকিল করেন ৯ রান। শাদাব খান করেন ৩ রান। ফাহিম আশরফ করেন ২ রান। ২ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি

আফগানিস্তানের হয়ে ৭০ রান দিয়ে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন গুলাবদিন নায়েব। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন ফজলহক ফারুকি। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব-উর-রহমান। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান

রান তাড়া করতে নেমে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষদিকে অসাধারণ লড়াই করেন মুজিব। তিনি করেন ৩৭ বলে ৬৪ রান। তাঁর ইনিংসে ছিল ৫টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ৩৭ রান করেন শাহিদুল্লাহ কামাল। ৩৪ রান করেন রিয়াজ হাসান। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ অবশ্য করেন মাত্র ৫ রান। ১১ বল খেলে ০ রানেই আউট হয়ে যান ইব্রাহিম জর্দান। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি করেন ১৩ রান। ৩ বল খেলে ০ রানে আউট হয়ে যান গুলাবদিন। মহম্মদ নবি করেন ৩ রান। রশিদ করেন ১৬ রান। ফরিদ আহমেদ মালিক করেন ১৭ রান। ৬ রান করেন ফজলহক।

পাকিস্তানের হয়ে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন শাদাব। ৩১ রান দিয়ে ২ উইকেট নেন শাহিন। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন ফাহিম আশরফ। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন নওয়াজ। ৩ রান দিয়ে ১ উইকেট নেন সলমন।

আরও পড়ুন-

পিসিবি-র আমন্ত্রণ, এশিয়া কাপ উপলক্ষে পাকিস্তানে যাচ্ছেন রজার বিনি, রাজীব শুক্লা

ছেলে ওরিয়নের পর এবার মেয়ে, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ

আইপিএল-এর পর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য, খ্যাতি উপভোগ করছেন রিঙ্কু সিং

PREV
click me!

Recommended Stories

জসপ্রীত বুমরাকে ছাপিয়ে গেলেন, টি-২০ র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় বরুণ চক্রবর্তী
India vs South Africa 4th T20: সূর্যকুমার এবং গিলের জন্য মরণ-বাঁচন ম্যাচ! সিরিজ জিতবে ভারত?