সাড়ে ৩ দিনেই শেষ মুলতানের ম্যাচ, ২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডের

Published : Dec 12, 2022, 05:37 PM IST
England Cricket Team

সংক্ষিপ্ত

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে গেল পাকিস্তান। ১ ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ ৭৪ রানে হেরে যাওয়ার পর এবার মুলতান টেস্ট ম্যাচের চতুর্থ দিনেই ২৬ রানে হেরে গেল পাকিস্তান। ১ ম্যাচ বাকি থাকতেই ২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে নিল ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর থেকে এই নিয়ে ৯টি টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড। 'ব্যাজবল' নামক যে ঝুঁকি নিয়ে খেলার নীতি নিয়েছে ইংল্যান্ড, তার ফল পাওয়া যাচ্ছে। পাকিস্তানের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পরপর ২ টেস্ট ম্যাচ জেতা মোটেই সহজ ছিল না। কিন্তু সেই কাজটা সহজেই করল বেন স্টোকসের দল। এই সিরিজ হারের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল পাকিস্তানের। বাবর আজমের দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেল। এই সিরিজ জয়ের পর এথন পঞ্চম স্থানে ইংল্যান্ড। ভারতীয় দল আছে চতুর্থ স্থানে।

১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড। এই সিরিজে দুর্দান্ত সাফল্য পেলেন স্টোকসরা। প্রথম টেস্ট ম্যাচের মতো অবশ্য মুলতানে দ্বিতীয় টেস্ট ম্যাচে বড় স্কোর হয়নি। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। প্রথম ইনিংসে ২৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার বেন ডাকেট। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অলি পোপ করেন ৬০ রান। স্টোকস করেন ৩০ রান। উইল জ্যাকস ৩১ রান করেন। মার্ক উড ৩৬ রান করে অপরাজিত থাকেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নেন আবরার আহমেদ। ৩ উইকেট নেন জাহিদ মহম্মদ। এরপর প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর করেন ৭৫ রান। ৬৩ রান করেন সৌদ শাকিল। পাহিম আশরফ করেন ২২ রান। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জ্যাক লিচ। ২ উইকেট করে নেন মার্ক উড ও জো রুট। ১ উইকেট করে নেন জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসন।

দ্বিতীয় ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১০৮ রান করেন হ্যারি ব্রুক। ডাকেট করেন ৭৯ রান। স্টোকস করেন ৪১ রান। পাকিস্তানের হয়ে এই ইনিংসে ৪ উইকেট নেন আবরার। অভিষেক টেস্টে ১১ উইকেট নিলেন আবরার। ৩ উইকেট নেন জাহিদ। ১ উইকেট নেন মহম্মদ নওয়াজ।

৩৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ১ ঘণ্টার মধ্যেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ৯৪ রান করেন শাকিল। ৬০ রান করেন ইমাম উল-হক। ৪৫ রান করেন ওপেনার আবদুল্লা শফিক। ৪৫ রান করেন নওয়াজ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন উড। ২ উইকেট করে নেন রবিনসন ও অ্যান্ডারসন। ১ উইকেট করে নেন লিচ ও রুট।

আরও পড়ুন-

অভিষেক টেস্টে ১১ উইকেট, জাহিদ মহম্মদের রেকর্ড স্পর্শ করলেন আবরার আহমেদের

সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের, এ বছর প্রথম টি-২০ ম্যাচে হার অস্ট্রেলিয়ার মহিলা দলের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?