সংক্ষিপ্ত

অভিষেক টেস্টেই চমকে দিলেন পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদ। মুলতান টেস্ট ম্যাচে তাঁর অসাধারণ বোলিং সবার নজর কেড়ে নিয়েছে।

মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিলেন পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদ। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন এই স্পিনার। টেস্ট ফর্ম্যাটে অভিষেক ম্যাচে পাকিস্তানের কোনও বোলারের এটাই সবচেয়ে ভাল পারফরম্যান্স। এর আগে ১৯৯৬ সালে পাকিস্তানের প্রাক্তন পেসার জাহিদ মহম্মদ ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে ১১ উইকেট নেন। এই পেসারও প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তাঁর দাপটে সেই টেস্ট ম্যাচে ইনিংস ও ১৩ রানে জয় পায় পাকিস্তান। এই ২ বোলার ছাড়া পাকিস্তানের আর কেউ অভিষেক টেস্ট ম্যাচে ৮ উইকেটের বেশি পাননি। মুলতান টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন পাকিস্তাবনের প্রাক্তন স্পিনার আবদুর রেহমানের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন আবরার। এতদিন টেস্টে অভিষেক ম্যাচে পাকিস্তানের স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল আবদুরের। সেই রেকর্ড ভেঙে দিলেন আবরার।

এই টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম ৭ উইকেটই নেন আবরার। তিনি আউট করেন জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস ও উইল জ্যাকসকে। দ্বিতীয় ইনিংসে ডাকেট, জ্যাকস, রুট ও অলি রবিনসনের উইকেট নেন আবরার। প্রথম ইনিংসে ১১৪ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১২০ রান দিয়ে ৪ উইকেট নেন আবরার।

টেস্টে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভারতের প্রাক্তন লেগ-স্পিনার নরেন্দ্র হিরওয়ানি এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন মিডিয়াম পেসার রবার্ট ম্যাসি। ১৯৮৮ সালে মাদ্রাজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে অভিষেক হয় হিরওয়ানির। তিনি প্রথম ইনিংসে ৬১ রান দিয়ে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৫ রান দিয়ে ৮ উইকেট নেন। ১৯৭২ সালে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় ম্যাসির। প্রথম ইনিংসে ৮৪ রান দিয়ে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে ৮ উইকেট নেন এই মিডিয়াম পেসার। ক্রিকেটের এত বছরের ইতিহাসে হিরওয়ানি ও ম্যাসি ছাড়া আর কোনও বোলার অভিষেক ম্যাচে এর সমসংখ্যক বা বেশি উইকেট নিতে পারেননি। তবে অভিষেক টেস্টে ভাল পারফরম্যান্সই দেখালেন আবরার।

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত, দলে বাংলার অভিমন্যু ঈশ্বরণ

সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের, এ বছর প্রথম টি-২০ ম্যাচে হার অস্ট্রেলিয়ার মহিলা দলের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান