ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ চলাকালীন হামলার হুমকি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর

Published : May 06, 2024, 03:49 PM ISTUpdated : May 06, 2024, 05:37 PM IST
T20 World Cup

সংক্ষিপ্ত

২০২৩ সালে ভারতে ওডিআই বিশ্বকাপ চলাকালীন হামলার হুমকি দিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। এবার ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ চলাকালীন হামলার হুমকি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর।

এবারের টি-২০ বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজে হামলা চালানোর হুমকি দিল আইএস খোরাসান। এই জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান-পাকিস্তান শাখার পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়েছে। উত্তর পাকিস্তান থেকে এই হুমকি দেওয়া হয়েছে। ভিডিও বার্তার মাধ্যমে এসেছে হুমকি। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে অবশ্য নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভস জানিয়েছেন, ‘যে দেশ ও শহরগুলিতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানকার প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সবরকম ঝুঁকি যাতে এড়ানো যায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখছি এবং উপযুক্ত পরিকল্পনা করছি।’

হুমকিকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের সংবাদমাধ্যম বলছে, টি-২০ বিশ্বকাপে হামলার হুমকিকে হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও বলেছেন, ‘আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি, টি-২০ বিশ্বকাপ চলাকালীন সবার জন্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমরা এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিশেষ পরিকল্পনা করেছি।’

সতর্ক ত্রিনিদাদ সরকার

এবারের টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান দ্বীপগুলির মধ্যে অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রিনাডিনস, ত্রিনিদাদ ও টোব্যাগোতে ম্যাচ হবে। ত্রিনিদাদের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী কেথ রাওলি জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ যাতে ভালোভাবে হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। বার্বাডোজের নিরাপত্তা সংস্থার আধিকারিকরা জরুরি বৈঠক করেছেন। তাঁরাও টি-২০ বিশ্বকাপে হামলার হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য সারা বিশ্বে নিন্দিত পাকিস্তান। এবার সেই পাকিস্তান থেকেই টি-২০ বিশ্বকাপে হামলার হুমকি দেওয়া হল। ফলে পাকিস্তান সরকারের ভূমিকা ফের প্রশ্নের মুখে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স

IPL 2024: ব্যাটে-বলে দুরন্ত জাডেজা, পাঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় চেন্নাইয়ের

2024 ICC Women's T20 World Cup: প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারত-পাক লড়াই

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা