Womens Asia Cup T20: রিচা ঘোষের অপরাজিত অর্ধশতরান, মহিলাদের এশিয়া কাপে দ্বিতীয় জয় ভারতের

Published : Jul 21, 2024, 05:38 PM ISTUpdated : Jul 21, 2024, 05:59 PM IST
Richa Ghosh

সংক্ষিপ্ত

মহিলা ক্রিকেটে এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলেছেন হরমনপ্রীত কউর, রিচা ঘোষরা।

মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই সহজ জয় পেল ভারতীয় দল। রবিবার ডাম্বুলায় ৭৮ রানে জয় পেল ভারত। ভালো পারফরম্যান্স দেখালেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তাঁর সঙ্গে ভালো ব্যাটিং করলেন অধিনায়ক হরমনপ্রীত কউরও। ওপেনার শেফালি ভার্মাও ভালো ব্যাটিং করলেন। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখালেন দীপ্তি শর্মা। টানা ২ ম্যাচ জিতে গ্রুপ এ-র শীর্ষে ভারত। গ্রুপে শুধু নেপালের বিরুদ্ধে ম্যাচ বাকি ভারতের। সেই ম্যাচেও ভারতীয় দল সহজ জয় পাবে বলেই আশা করছে ক্রিকেট মহল। ফলে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করতে চলেছে ভারতীয় দল।

রিচার অপরাজিত অর্ধশতরান

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক এষা রোহিত ওঝা। তাঁর এই সিদ্ধান্তের ফলে ভারতীয় দলের সুবিধা হয়ে যায়। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০১ রান করে ভারতীয় দল। ১৮ বলে ৩৭ রান করেন শেফালি। অপর ওপেনার স্মৃতি মন্ধানা ৯ বলে ১৩ রান করেন। হেমলতা অবশ্য ২ রান করেই আউট হয়ে যান। ৪৭ বলে ৬৬ রান করেন হরমনপ্রীত। জেমাইমা রডরিগেজ করেন  ১৪ রান। ২৯ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন রিচা। তিনি ১২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন।

সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটিং ব্যর্থতা

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১২৩ রান করেই থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহি। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন দীপ্তি। ১ উইকেট করে নেন রেণুকা ঠাকুর সিং, তনুজা কাঁওয়ার, পূজা বস্ত্রকর ও রাধা যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Women's Asia Cup 2024: পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপ শুরু ভারতের

Hardik Pandya: ফিটনেস সংক্রান্ত সমস্যা? অধিনায়কত্ব হারানোর পর মুখ খুললেন হার্দিক

Mohammed Shami: 'কেউ চেনে না বলে সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখছে,' সানিয়া মির্জার সঙ্গে বিয়ের গুজব নিয়ে সরব মহম্মদ শামি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত