
প্রধানমন্ত্রীকে জার্সি উপহার
বুধবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ওডিআই বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তাঁদের হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। প্রধানমন্ত্রীর হাতে সেই ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি তাঁর জন্য বিশেষ উপহারও নিয়ে যায় ভারতীয় দল। প্রধানমন্ত্রীর হাতে জাতীয় দলের জার্সি তুলে দেওয়া হয়। সেই জার্সিতে সব ক্রিকেটার স্বাক্ষর করেছেন।
ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
এদিন ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ, ছবি তোলার পর বসে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্রিকেট খেলা ভালোবাসেন। পুরুষ বা মহিলা দল সাফল্য পেলে সবসময় ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবারও মহিলা দল ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তিনি সবার প্রশংসা করলেন।
বিশ্বকাপজয়ী রিচা ঘোষ
প্রথম বাঙালি হিসেবে সিনিয়র ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। তিনিও বুধবার দলের সবার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিচা। তিনি ফাইনালেও ভালো ব্যাটিং করেছেন।
ক্রিকেটারদের প্রশংসায় প্রধানমন্ত্রী
ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার সিনিয়র পর্যায়ে যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। এই সাফল্যের জন্য দলের সবার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টুর্নামেন্টে একসময় সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এরপর চ্যাম্পিয়ন হয় ভারত।
ব্যর্থতা মুছে সাফল্য পেয়ে তৃপ্ত হরমনপ্রীত
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিয়েছেন, ২০১৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল রানার্স হওয়ার পর ট্রফি ছাড়াই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এবার তাঁরা ট্রফি হাতে এলেন। ঘন ঘন এরকম সাফল্য পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাই তাঁদের লক্ষ্য।
বিশ্বকাপের সেরা দীপ্তি শর্মা
এবারের বিশ্বকাপের ফাইনাল-সহ বেশিরভাগ ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। ২০১৭ সালে বিশ্বকাপে রানার্স হওয়ার পর তাঁরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, কঠোর পরিশ্রম করলে স্বপ্নপূরণ হবে। এবার সেই স্বপ্নপূরণ হয়েছে।