মাঠে গোদি পেতেই প্র্যাক্টিস! পাকিস্তানের ক্যাচিং ড্রিল দেখে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

Published : Jul 04, 2024, 10:19 AM IST
Pakistan Team

সংক্ষিপ্ত

মাঠে গোদি পেতেই প্র্যাক্টিস! পাকিস্তানের ক্যাচিং ড্রিল দেখে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানের প্র্যাক্টিস ড্রিলের ভিডিও মুহূর্তে ভাইরাল। হেসেই লুটোপুটি খাচ্ছে সামাজিক মাধ্যম। কিন্তু কী এমন ঘটেছে? যে হাসির রোল ছুটেছে । নিজের রুমে প্র্যাক্টিস করলে না হয় একটা কথা ছিল, কিন্তু মাঠে এ ভাবে প্র্যাক্টিস করতে দেখে চোখ উল্টেছে নেটিজেনদের।

মাঠে ঘাস থাকতেও ম্যাট্রেস পেতে ক্যাচিং প্র্যাক্টিস করছেন ক্রিকেটাররা। এই দেখেই হাসির বন্যা বয়ে গিয়েছে নেট মাধ্যমে।

এই ভিডিও দেখে এক নেট পাড়ার বাসিন্দা মন্তব্য করেছেন "শুধু ম্যাট্রেস কেন, ওদের কম্বলও দিন"। টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২২ সালের রানার্স টিম পাকিস্তান। গ্রুপ পর্বেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় এই দল। প্রথম বার বিশ্বকাপে খেলতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছে পাকিস্তান। শক্তিশালী টিম হওয়া সত্ত্বেও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমিরিকা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটের রাস্তা বন্ধ হয়ে যায়। শুরুর থেকেই টুর্নামেন্ট নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল এই দল।

 

 

এবার ফের ট্রোলের মুখে পড়তে হল পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক মরসুম প্রস্তুতির ভিডিও দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। ক্যাচিং ড্রিলের সময় মাঠে গোদি পেতেই প্র্যাক্টিস করতে দেখে হতবাক হয়েছেন সকলে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?