ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে পারেন পৃথ্বী শ, হার্দিক পান্ডিয়া, মত গম্ভীরের

বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না পৃথ্বী শ। তবে তাঁকেই ভবিষ্যতে ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দেখছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

 

নিউজিল্যান্ড সফরে ভারতের টি-২০ দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই ভবিষ্যতে ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। তবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়েছেন, হার্দিকের পাশাপাশি পৃথ্বী শ-ও টি-২০ দলের অধিনায়ক হতে পারেন। বণিকসভা ফিকির একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, 'হার্দিক পান্ডিয়া অবশ্যই ভারতের টি-২০ দলের অধিনায়ক হওয়ার দৌড়ে আছে। কিন্তু সেটা রোহিত শর্মার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কিন্তু মাত্র একটি আইসিসি ইভেন্টের মাধ্যমে একজনের অধিনায়কত্ব বিচার করা ঠিক নয়। এভাবে কারও বিচার করা ঠিক নয়। আমার মনে হয়, রোহিতকে সরিয়ে দেওয়া হলে ওর প্রতি অন্যায় করা হবে।' পৃথ্বী শ-র প্রশংসা করে গম্ভীর বলেছেন, 'পৃথ্বী শ অত্যন্ত আক্রমণাত্মক অধিনায়ক। সেই কারণেই আমার মনে হয়, ও ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে পারে। ও অধিনায়ক হিসেবে বেশ সফল হয়েছে। ও যেভাবে খেলে, তাতে ওর আক্রমণাত্মক ক্রিকেটের ব্যাপারটা বোঝা যায়।'

মুম্বই ও দিল্লি ক্যাপিটালসের ব্যাটার পৃথ্বী মাঠের বাইরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। তিনি মাদক সেবনের জন্য নির্বাসিতও হন। এ প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য, মাঠের বাইরে যে সমস্ত বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী, সেসব বিষয়ে কোচেরই দেখা উচিত। পৃথ্বীকে অধিনায়ক হিসেবে পছন্দ করার কারণ হিসেবে গম্ভীর বলেছেন, ‘আমি জানি, অনেকেই পৃথ্বী শ-র মাঠের বাইরের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু সেসব কোচ ও নির্বাচকদের দেখার কথা। আমি ওর ক্রিকেট সংক্রান্ত দক্ষতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। নির্বাচকদের কাজ শুধু দলে ১৫ জনকে বেছে নেওয়াই নয়, সবাই যাতে জীবনে ঠিক পথে চলতে পারে সেটা দেখাও তাঁদের দায়িত্ব।’

Latest Videos

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায়। এরপর থেকেই শোনা যাচ্ছে, ভারতের টি-২০ দলে আর সিনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে না। ২০২৪ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদেরই সুযোগ দেওয়া হবে। হার্দিকই টি-২০ দলের স্থায়ী অধিনায়ক হতে পারেন। নিউজিল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড সফরেও ভারতের টি-২০ দলের অধিনায়ক ছিলেন হার্দিক। সেই সফরে ২-০ ফলে সিরিজ জেতে ভারত। ফলে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন হার্দিক। তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। সেই কারণেই অনেকে হার্দিককে ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন।

আরও পড়ুন-

বিসিসিআই-এর নির্বাচক হওয়ার দৌড়ে সুব্রত বন্দ্যোপাধ্য়ায়, সলিল আঙ্কোলা, হেমাঙ্গ বাদানি

চাকরের মতো আচরণ করতেন সেলিম মালিক, আত্মজীবনীতে বিস্ফোরক ওয়াসিম আক্রম

১ ওভারে ৭ ছক্কার পর অসাধারণ সৌজন্যবোধ, ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন রুতুরাজ

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী