বিরাট কোহলিই কি আবার বেঙ্গালুররু নেতৃত্বে? তুঙ্গে চর্চা, বুধবারই শেষ রিটেনশনের সময়সীমা

মেগা নিলামের আগে আরসিবি কোন খেলোয়াড়দের ধরে রাখবে তা এখনও নিশ্চিত নয়।

Subhankar Das | Published : Oct 30, 2024 2:37 PM IST

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নেতৃত্ব দেওয়ার জন্য ফের একবার বিরাট কোহলির আগমন ঘটতে পারে বলে খবর। বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিকে আরসিবি ধরে রাখবে না বলে জানা গেছে। এই অবস্থায়, কোহলি নিজেই দলের কাছে অধিনায়কত্বের আবেদন জানিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগে কোহলি আরসিবির নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৬ সালে কোহলির নেতৃত্বে দল ফাইনালেও উঠেছিল। তবে শিরোপা জয় সম্ভব হয়নি। পরবর্তীতে কোহলি অপ্রত্যাশিতভাবে অধিনায়কত্ব ছেড়ে দিলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করা হয়। 

মেগা নিলামের আগে আরসিবি কোন খেলোয়াড়দের ধরে রাখবে তা এখনও নিশ্চিত নয়। কোহলিকে ধরে রাখা হবে বলেই মনে করা হচ্ছে। মহাম্মদ সিরাজ, উইল জ্যাকস, রজত পাটিদারের মতো খেলোয়াড়দের নামও ধরে রাখার তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। একইসাথে, কে এল রাহুলকে ফিরিয়ে আনা হবে বলেও খবর রটেছে। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলকে ধরে রাখতে আগ্রহী নয় বলে জানা গেছে।

Latest Videos

গত মরসুমে লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, লখনউ অধিনায়ক রাহুলের সাথে মতবিরোধ প্রকাশ্যে এনেছিলেন। এরই মধ্যে নিকোলাস পুরানকে লখনউয়ের অধিনায়ক করা হবে বলেও খবর রটেছে। ১৮ কোটি টাকা দিয়ে লখনউ পুরানকে ধরে রাখবে। এরই মধ্যে রাহুলকে ফিরিয়ে আনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেষ্টা চালাচ্ছে। রাহুল কর্ণাটকের বাসিন্দা হওয়ায় আরসিবি তাকে ফিরিয়ে আনতে পারে। এর আগেও আরসিবির হয়ে খেলেছেন রাহুল। প্রত্যাশিত সাফল্য না পাওয়া গ্লেন ম্যাক্সওয়েলকেও আরসিবি ছেড়ে দিতে পারে।
 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
একসঙ্গে স্টেজ মাতালেন বিদ্যা-মাধুরী! Madhuri-র সঙ্গে স্টেজ শেয়ার করে আপ্লুত Vidya, দেখুন
পঞ্চমবার বিয়ে করতে এসে দৌড়ে পালাল গুণধর বর! কেন! দেখুন | Murshidabad News
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja