Ranji Trophy: দ্বিতীয় দিন বোলারদের দাপট, অসমের বিরুদ্ধে জয়ের আশায় বাংলা

Published : Jan 27, 2024, 08:46 PM ISTUpdated : Jan 27, 2024, 10:10 PM IST
Bengal Cricket Team

সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত জয় পায়নি বাংলা। তবে অসমের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের আশা জাগিয়ে তুলেছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা।

আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে অসমের বিরুদ্ধেই এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেতে চলেছে বাংলা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অসমের স্কোর ৮ উইকেটে ৯৯। প্রথম ইনিংসে বাংলা ৪০৫ রানে অলআউট হয়ে গিয়েছে বাংলা। এখনও ৩০৬ রানে এগিয়ে বাংলা। তৃতীয় দিন প্রথম সেশনেই অসমের বাকি ২ উইকেট তুলে নিতে পারলে ইনিংসে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে। বাংলার পেসাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই ম্যাচে এখনও পর্যন্ত ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মহম্মদ কাইফ। ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র। এখনও বোলিং করেননি করণ লাল। এই ম্যাচে খেলছেন না ঈশান পোড়েল। সুমন দাস ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়েছেন। তিনি উইকেট পাননি। তৃতীয় দিন কাইফ ও সূরজই বাংলার ভরসা।

নজির গড়ার ম্যাচে শতরান মনোজের

অসমের বিরুদ্ধে এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি ২৬৪ বলে ১০০ রান করেন। মনোজের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। অনুষ্টুপ মজুমদার করেন ১২৫ রান। তাঁর ২৩৫ বলের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি। করণ করেন ৫২ রান। সূরজও ৫২ রান করেন। অসমের মাত্র ২ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে পেরেছেন। দীনেশ দাস করেছেন ৫০ রান। দিনের শেষে ৩৬ রান করে অপরাজিত সাহিল জৈন।

কর্ণাটকের বিরুদ্ধে লড়াইয়ে ঋদ্ধিমানরা

কর্ণাটকের বিরুদ্ধে লড়াই করছে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা। প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছে কর্ণাটক। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ত্রিপুরার স্কোর ৯ উইকেটে ১৯৮। ঋদ্ধিমান ২৮ রান করেছেন। ৫৭ রানে অপরাজিত বিক্রমজিৎ দেবনাথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: অলি পোপের অপরাজিত শতরান, হায়দরাবাদে লড়াইয়ে ইংল্যান্ড

India Vs England: রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান জো রুটের

Ranji Trophy: প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ মনোজ তিওয়ারির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে