সংক্ষিপ্ত

হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম ২ দিন ভারতীয় দলের পূর্ণ আধিপত্য থাকলেও, তৃতীয় দিন লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। তবে এখনও ভারতীয় দলের নিয়ন্ত্রণেই আছে ম্যাচ।

হায়দরাবাদ টেস্ট ম্যাচে জয় ও ভারতীয় দলের মাঝে ব্যবধান গড়ে তুলেছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। তাঁকে আউট করতে পারলেই জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে ভারতীয় দল। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩১৬। ভারতের চেয়ে ১২৬ রানে এগিয়ে ইংল্যান্ড। ২০৮ বলে ১৪৮ রান করে অপরাজিত পোপ। তিনি ১৭টি বাউন্ডারি মেরেছেন। ১৬ রান করে অপরাজিত রেহান আহমেদ। রবিবার চতুর্থ দিন প্রথম সেশনে যত দ্রুত সম্ভব পোপকে আউট করার লক্ষ্যে মাঠে নামবেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে খুব বেশি লিড নিতে দিলে চলবে না। সেই পরিকল্পনা অনুযায়ীই খেলার চেষ্টা করছে ভারতীয় দল।

পোপের উপরেই নির্ভর করছে ম্যাচের ফল

হায়দরাবাদ টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম দিনই ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর প্রথম ইনিংসে ৪৩৬ রান করে ভারতীয় দল। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ইংরেজ ব্যাটাররা। ব্যতিক্রম একমাত্র পোপ। ইংল্যান্ডের অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ওপেনার জাক ক্রলি করেন ৩১ রান। অপর ওপেনার বেন ডাকেট করেন ৪৭ রান। ২ রান করেই আউট হয়ে যান জো রুট। ১০ রান করেন জনি বেয়ারস্টো। অধিনায়ক বেন স্টোকস ৬ রান করে আউট হয়ে যান। বেন ফোকস করেন ৩৪ রান। ভারতের হয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ৯৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৬৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। ১০১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

শতরান হারালেন জাদেজা

ভারতের ইনিংসে সর্বাধিক ৮৭ রান করেন জাদেজা। ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ৮০ রান। কে এল রাহুল করেন ৮৬ রান। অক্ষর করেন ৪৪ রান। শ্রীকর ভরত করেন ৪১ রান। শ্রেয়াস আইয়ার ৩৫ রান করেন। রোহিত শর্মা ২৪, শুবমান গিল ২৩ রান করেন। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান জো রুটের

India Vs England: দেশের মাটিতে প্রথম টেস্ট ইনিংসে শতরান না পেয়ে হতাশ নন, উন্নতি নিয়েই ভাবছেন যশস্বী

YouTube video player