Ranji Trophy: মুকেশ দলে ফিরতেই ছন্দে বাংলা, বিহারের বিরুদ্ধে প্রথম দিনই জয়ের ইঙ্গিত

জাতীয় দলে থাকায় এবারের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে এতদিন খেলতে পারেননি মুকেশ কুমার। এই পেসারের অভাব অনুভব করেছে বাংলা দল। মুকেশ যখন দলে ফিরলেন তখন আর বাংলার গ্রুপ টপকানোর সম্ভাবনা নেই।

বাংলার হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলার জন্যই জাতীয় দল থেকে অব্যাহতি পেয়েছেন মুকেশ কুমার। শুক্রবার ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন মুকেশ। এবারের রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানো সূরজ সিন্ধু জয়সোয়ালও এদিন দুর্দান্ত বোলিং করলেন। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯৫ রানে অলআউট হয়ে গেল বিহার। দিনের শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১১১। ৪৮ রান করে অপরাজিত অভিমন্যু ঈশ্বরণ। এখনই বিহারের চেয়ে ১৬ রানে এগিয়ে বাংলা। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়ক মনোজ তিওয়ারির শেষ ম্যাচে জয় পেতে পারে বাংলা।

ঘরের মাঠে প্রথম দিন দাপট বাংলার

Latest Videos

মুম্বই ও কেরালার বিরুদ্ধে পরপর ২ ম্যাচে হেরে এবারের রঞ্জি ট্রফিতে গ্রুপেই বাংলার অভিযান শেষ হয়ে যাচ্ছে। তবে ইডেন গার্ডেন্সে গ্রুপের শেষ ম্যাচে জয় দিয়েই এবারের মতো রঞ্জি ট্রফি শেষ করতে চাইছে বাংলা। শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মনোজ। ইডেনের পিচে ম্যাচের প্রথম সেশনে সাধারণত সাহায্য পান পেসাররা। শুক্রবারও এর ব্যতিক্রম হল না। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিহার। এরপর আর তাদের পক্ষে বড় স্কোর করা সম্ভব হয়নি। বিহারের মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৬ রান করেন ঋষভ রাজেশ রাজ। রঘুবেন্দ্র প্রতাপ সিং করেন ২৩ রান। সাকিবুল গনি করেন ১৪ রান। 

মুকেশের অসাধারণ বোলিং

১৪ ওভার বোলিং করে ৫টি মেডেন-সহ ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ। ১৮.৪ ওভার বোলিং করে ৯টি মেডেন-সহ ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন সূরজ। ১১ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ কাইফ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: বেন ডাকেটের অপরাজিত শতরান, রাজকোট টেস্টের দ্বিতীয় দিন লড়াইয়ে ইংল্যান্ড

India Vs England: রবিচন্দ্রন অশ্বিনের মারাত্মক ভুল, মূল্য দিতে হবে ভারতকে?

Ishan Kishan: বিসিসিআই-এর নির্দেশ লঙ্ঘন, ফের রঞ্জি ট্রফি ম্যাচ এড়ালেন ঈশান কিষান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
স্যালাইন কাণ্ডে কার নাম নিলেন! | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed