এবারের রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে কি খেলতে পারবে বাংলা? আশা ক্রমশঃ কমছে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না বাংলার ক্রিকেটাররা।
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস ও ৪ রানে হেরে গেল বাংলা। দ্বিতীয় ইনিংসে উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল ছাড়া বাংলার অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারলেন না। ২০৯ রানে অলআউট হয়ে গেল বাংলা। প্রথম ইনিংসে ৪১২ রান করে মুম্বই। এরপর প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট হয়ে যায় বাংলা। রবিবার বাংলাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক শিবম দুবে। এদিনই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল বাংলা। এই হারের ফলে বাংলার পক্ষে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করা কঠিন হয়ে গেল।
দলগত ব্যর্থতা বাংলার
ঘরের মাঠে চেনা পরিবেশ-পরিস্থিতিতে মুম্বইয়ের বিরুদ্ধে বাংলার ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে মুম্বই বড় রান করার পর যখন বাংলা অল্প রানে অলআউট হয়ে যায়, তখনই হারের আশঙ্কা চেপে বসে। প্রথম ইনিংসে ১০৮ রানে অপরাজিত থাকেন অনুষ্টুপ মজুমদার। অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। দ্বিতীয় সর্বাধিক ৩৬ রান করেন অধিনায়ক মনোজ তিওয়ারি। দ্বিতীয় ইনিংসে সর্বাধিক ৮২ রান করেন অভিষেক। অন্য কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। ওপেনার সৌরভ পাল করেন ২৫ রান। অপর ওপেনার শ্রেয়াংস ঘোষ ৫ রান করেই আউট হয়ে যান। সুদীপ কুমার ঘরামি করেন ২০ রান। অনুষ্টুপ করেন ১৪ রান। ২৬ রান করেন মনোজ। করণ লাল করেন ১২ রান। সূরজ সিন্ধু জয়সোয়াল করেন ৩ রান। মহম্মদ কাইফ করেন ১ রান। ১২ রান করে অপরাজিত থাকেন ঈশান পোড়েল। রান করার আগেই আউট হয়ে যান অঙ্কিত মিশ্র (০)।
মুম্বইয়ের নায়ক মোহিত অবস্থী
দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের হয়ে ৫২ রান দিয়ে ৭ উইকেট নেন মোহিত অবস্থী। ৭ রান দিয়ে ১ উইকেট নেন অথর্ব আঙ্কোলেকর। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন তনুশ কোটিয়ান। ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন রয়স্টন দিয়াজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Shubman Gill: ৩ নম্বরে ব্যাটিং নিয়ে সমালোচনা, শতরানে জবাব শুবমানের
Virat Kohli: দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিরাট কোহলি, জানালেন এবি ডিভিলিয়ার্স