Ranji Trophy: বোলিং-ব্যাটিংয়ে অনবদ্য মহম্মদ কাইফ, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা

রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা। এই ম্যাচে সরাসরি জয়ের মাধ্যমে পুরো পয়েন্ট তুলে নেওয়ার আশা বাড়ছে।

এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলা দল। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ভালো পারফরম্যান্স দেখালেন বাংলার ক্রিকেটাররা। দিনের শেষে উত্তরপ্রদেশের চেয়ে ৮২ রানে এগিয়ে বাংলা। দ্বিতীয় ইনিংসে অবশ্য এখনও পর্যন্ত উইকেট হারায়নি উত্তরপ্রদেশ। প্রথম ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমেছেন উত্তরপ্রদেশের অধিনায়ক নীতীশ রানা। তিনি দিনের শেষে ২১ রানে অপরাজিত। অপর ওপেনার আরিয়ান জুয়াল ২০ রানে অপরাজিত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের স্কোর বিনা উইকেটে ৪৬। প্রথম ইনিংসে ৬০ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। জবাবে প্রথম ইনিংসে ১৮৮ রান করেছে বাংলা।

বাংলার ভরসা মহম্মদ কাইফ

Latest Videos

সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সেই সময় তাঁর দলের ব্যাটিং ও ফিল্ডিংয়ের অন্যতম ভরসা ছিলেন মহম্মদ কাইফ। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে কাইফের ব্যাটিং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের ভরসা হয়ে উঠছেন অপর এক মহম্মদ কাইফ। ইনি বাংলা দল থেকে ভারতীয় দলের তারকা হয়ে ওঠা মহম্মদ শামির ভাই। শামির মতোই তাঁর ভাইও পেসার। একইসঙ্গে কাইফের ব্যাটিংয়ের হাতও ভালো। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৫ রান করে অপরাজিত থাকেন কাইফ। তিনিই বাংলার ইনিংসে সর্বাধিক স্কোর করেন। দ্বিতীয় সর্বাধিক ৪১ রান ওপেনার শ্রেয়াংস ঘোষের। কাইফ এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শামির মতোই ভারতীয় দলের হয়ে খেলবেন।

ভুবনেশ্বর কুমারের অনবদ্য বোলিং

দীর্ঘদিন পর রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমে অসাধারণ বোলিং করলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। ৬০ রান দিয়ে ২ উইকেট নেন যশ দয়াল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: ইন্দোরে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে পোহা নিয়ে মেতে ভারতীয় ক্রিকেটাররা, ভাইরাল ভিডিও

India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্টে নেই শামি-ঈশান, প্রথমবার জাতীয় দলে ধ্রুব জুরেল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya