সংক্ষিপ্ত

কয়েক মাস আগেও বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে ক্রিকেট মহলে মুখরোচক আলোচনা হচ্ছিল। কিন্তু এখন এই দুই তারকার সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে।

আইপিএল চলাকালীন মাঠেই উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়লেও, সেই আইপিএল-এই ঝামেলা মিটিয়ে নিয়েছিলেন। ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর এখন বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, তাঁর পাশে দাঁড়াচ্ছেন গম্ভীর। তিনি বিরাটের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের যখন অভিষেক হয়, সেই সময় তারকা ব্যাটার হিসেবে জাতীয় দলের হয়ে খেলছিলেন গম্ভীর। সে কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কায় যখন বিরাটের অভিষেক হয়, সেই সময় আমার মনে আছে, ওর সঙ্গে ব্যাটিং ওপেন করেছিলাম। সেই সময় ওকে দেখেছিলাম, এখনও দেখছি। ওর রানের খিদে সবসময় আছে। এই কারণেই ও বিশ্বমানের ক্রিকেটার। আমি নিশ্চিত, ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রান পাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে থাকবে। এরপর অস্ট্রেলিয়া সফরেও ওর রানের খিদে থাকবে। ও একবার রান করলেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাবে। আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ায় সিরিজের দিকে তাকিয়ে আছি।’

বিরাটের প্রশংসায় গম্ভীর

বিরাটের প্রশংসা করে গম্ভীর আরও বলেছেন, ‘বিরাটের ব্যাপারে আমার চিন্তা-ভাবনা সবসময় পরিষ্কার। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় ওর যেরকম রানের খিদে ছিল, এখনও সেরকমই রানের খিদে আছে।’

ফর্মে ফেরার লক্ষ্যে বিরাট

চলতি বছরে এখনও পর্যন্ত মাত্র ৩ টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট। এর মধ্যে তিনি কোনও ম্যাচেই অর্ধশতরান করতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ৪ ইনিংসে যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯ রান করেন বিরাট। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দেন বিরাট। কানপুরে দ্বিতীয় ইনিংসেও তিনি ভালো ব্যাটিং করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরাট কোহলির চেয়ে আবদুল্লা শফিকের রেকর্ড ভালো! হাসির খোরাক শান মাসুদ

বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি! কিশোরের কাণ্ডে হতবাক ক্রিকেট মহল

সিলেবাসে ছিল বিরাট-রোহিত, 'আনসিন' অশ্বিন-জাডেজার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ