Bengal vs Uttarakhand: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy Elite 2025-26) নিজেদের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ভালো জায়গায় বাংলা। এই ম্যাচে সরাসরি জয়ের লক্ষ্যে বাংলা।
KNOW
Ranji Trophy Elite 2025-26: এবারের রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে (Bengal vs Uttarakhand) সরাসরি জয় পাবে বাংলা? ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৬ উইকেটে ২৭৪। প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয়ে যায় উত্তরাখণ্ড। দ্বিতীয় দিনের শেষে ৬১ রানে এগিয়ে বাংলা। দিনের শেষে ৮২ রানে অপরাজিত সুমন্ত গুপ্ত (Sumanta Gupta)। তিনিই তৃতীয় দিন বাংলার ভরসা। শুক্রবার যত বেশি সম্ভব রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন সুমন্ত। তিনি নিজে শতরান করার পাশাপাশি দলের রানও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদিও কোনও প্রতিষ্ঠিত ব্যাটারকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না সুমন্ত। টেল-এন্ডারদের নিয়েই তাঁকে লড়াই চালাতে হবে।
শতরান হারালেন সুদীপ
ইডেনে অসাধারণ ব্যাটিং করলেন বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)। তিনি ৯৮ রান করেন। অপর ওপেনার ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) প্রথম বলেই আউট হয়ে যান। সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami) করেন ১৫ রান। অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) করেন ৩৫ রান। অভিষেক পোড়েল (Abishek Porel) করেন ২১ রান। বিশাল সুনীল ভাটি (Vishal Sunil Bhati) করেন ১৫ রান। তিনি আউট হয়ে যাওয়ার পরেই এদিনের মতো খেলা শেষ হয়ে যায়।
ভালো ব্যাটিংয়ের লক্ষ্যে শামি
জাতীয় দলে সুযোগ না পেয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এবার ভালো ব্যাটিং করতে চান এই তারকা। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। বাংলার হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে তাঁকে জবাব দিতে চান শামি। সেই লক্ষ্যেই তিনি খেলছেন। এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ১৫ ওভার বোলিং করেছেন। এবার ব্যাটিং করার সময়েও ক্রিজে দীর্ঘক্ষণ থাকতে চান শামি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


