১৬ বছর পূর্ণ হয়নি, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক অঙ্কিত চট্টোপাধ্যায়ের

Published : Jan 24, 2025, 12:06 AM ISTUpdated : Jan 24, 2025, 01:51 AM IST
Ankit Chatterjee

সংক্ষিপ্ত

বাংলার রঞ্জি ট্রফি দলে ১৮ বছরের কম বয়সি কোনও ক্রিকেটারের দেখা পাওয়া বিরল। বৃহস্পতিবার কল্যাণীতে এই বিরল ঘটনাই দেখা গেল।

কিংবদন্তি অম্বর রায় ১৯৬০-৬১ মরসুমে ১৫ বছর ১৯৪ দিন বয়সে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। তিনিই এখনও পর্যন্ত বাংলার হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা খেলোয়াড়। বৃহস্পতিবার বাংলার হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটালেন অঙ্কিত চট্টোপাধ্যায়। ১৫ বছর ৩১৬ দিন বয়সে প্রথমবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামলেন এই কিশোর। বৃহস্পতিবার কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে বাংলা-হরিয়ানা ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিন ফিল্ডিং করার পাশাপাশি ব্যাটিং ওপেন করতেও নেমে পড়েন অঙ্কিত। ম্যাচের প্রথম দিনের শেষে ২০ বল খেলে ৫ রান করে অপরাজিত এই কিশোর। ৫ রানের মধ্যে একটি বাউন্ডারিও আছে। ওপেনিং পার্টনার ঋত্বিক চট্টোপাধ্যায় ১ রান করেই আউট হয়ে গেলেও, অঙ্কিতকে টলাতে পারেননি হরিয়ানার বোলাররা।

অঙ্কিতকে নিয়ে আশাবাদী বাংলা ক্রিকেট

বৃহস্পতিবার অঙ্কিতকে বাংলা রঞ্জি ট্রফি দলের টুপি পরিয়ে দেন ঋদ্ধিমান সাহা। বাংলা ও ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলা এই উইকেটকিপার-ব্যাটারের কাছ থেকে উৎসাহ পেয়ে অনুপ্রাণিত উত্তর ২৪ পরগনার বনগাঁ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র অঙ্কিত। তাঁকে ক্রিকেট খেলার জন্য অনেক পরিশ্রম করতে হয়। রোজ শেষ রাতে ঘুম থেকে উঠে বনগাঁ লোকাল ধরে শিয়ালদা এসে গড়ের মাঠে পৌঁছে অনুশীলন করতে হয়। পরিবারের সবার সাহায্য ও উৎসাহ আছে বলেই এভাবে অনুশীলন ও খেলা চালিয়ে যেতে পারছেন অঙ্কিত। বাংলার নিয়মিত ওপেনার অভিমন্যু ঈশ্বরণ চোট না পেলে হরিয়ানার বিরুদ্ধে খেলার সুযোগ পেতেন না অঙ্কিত। তিনি এই সুযোগ কাজে লাগাতে মরিয়া। বাংলা শিবিরের আশা, অভিষেক ম্যাচেই ভালো ব্যাটিং করতে পারবেন অঙ্কিত।

প্রথম দিনের শেষে ভালো জায়গায় বাংলা

হরিয়ানার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছে হরিয়ানা। ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ কাইফ। ৫২ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। দিনের শেষে বাংলার স্কোর ১ উইকেটে ১০।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রোমহর্ষক ম্যাচে শেষ উইকেট শামির, এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় বাংলার

২ জনের ত্রিশতরান, ৬০৬ রানের পার্টনারশিপ, রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গোয়ার

Ranji Trophy 2024: রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলেই কোটি টাকা, বিএমডব্লু গাড়ি!

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?