Ranji Trophy 2026: দুরন্ত জয় বাংলার। রোহতকের সিএইচ বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে, রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র ম্যাচে হরিয়ানাকে ১৮৮ রানে হারাল বাংলা (bengal vs haryana ranji)। যে ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। আর প্রথম ইনিংসে ব্যাট করে বাংলা তোলে ১৯৩ রান। ওপেনার তথা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ২৬ রান। তবে আরেক ওপেনার সুদীপ চ্যাটার্জি বেশ ভালো খেলেন (ranji trophy 2026)।
কিন্তু সুদীপ কুমার ঘরামি মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। অনুষ্টুপ মজুমদারের সংগ্রহে ১৯ রান, শাহবাজ আহমেদের ঝুলিতে ১৫ রান এবং সুমন্ত গুপ্ত ৯ রান করেন। এছাড়া উইকেটকিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধী করেন মাত্র ৩ রান। রাহুল প্রসাদ ১৪ এবং বিকাশ সিং ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে আকাশ দীপ এবং মুকেশ কুমার কোনও রান পাননি।
শেষপর্যন্ত, বাংলার ইনিংস শেষ হয় ১৯৩ রানে। হরিয়ানার হয়ে ৪টি উইকেট নেন অমিত রানা, ৩টি উইকেট পান তন্ময় বালোদা, ২টি উইকেট আমান কুমারের দখলে এবং ১টি উইকেট আনশুল কাম্বোজের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ১০০ রানেই শেষ হয়ে যায় হরিয়ানার ইনিংস। ওপেনার যুবরাজ যোগেন্দ্র সিং করেন মাত্র ২৯ রান। অধিনায়ক অঙ্কিত কুমার খালি হাতে ফেরেন। দলের উইকেটকিপার-ব্যাটার আশিস সিওয়াচ আউট হন মাত্র ৪ রানে। হিমাংশু রানা করেন ২৩ রান। ধীরু সিং এবং পার্থ ভাটস কোনও রান করতে পারেননি।
মায়াঙ্ক শান্ডিল্যা করেন ৬ রান, আমান কুমারের ঝুলিতে ১ রান এবং তন্ময় বালোদার সংগ্রহে ১২ রান। আনশুল কাম্বোজ ৭ এবং অমিত রানা ৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। হরিয়ানার ইনিংস শেষ হয় মাত্র ১০০ রানে।
বাংলার হয়ে অসাধারণ বোলিং করেন আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ। এই দুজন মিলেই কার্যত, শেষ করে দেন হরিয়ানাকে। দুজনেই ৫টি করে উইকেট পান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা।
এই ইনিংসে কিন্তু অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। তাঁর সংগ্রহে ৮৩ রান। অন্যদিকে, সুদীপ চ্যাটার্জি করেন মাত্র ৫ রান। সুদীপ কুমার ঘরামিও বেশ দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি করেন ৬১ রান। এছাড়া অনুষ্টুপ মজুমদার করেন ১ রান, রাহুল প্রসাদের ঝুলিতে ১৫ রান এবং শাহবাজ আহমেদের সংগ্রহে ১০ রান।
অপরদিকে, সুমন্ত গুপ্ত ২ রান, মুকেশ কুমার ১ রান এবং আকাশ দীপ ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে শাকির হাবিব গান্ধী এবং বিকাশ সিং এই ইনিংসে কোনও রান পাননি। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। হরিয়ানার হয়ে ৪ উইকেট নেন আনশুল কাম্বোজ। সেইসঙ্গে, আমান কুমার, তন্ময় বালোদা এবং অমিত রানা, প্রত্যেকে ২টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ১০৫ রানেই শেষ হয়ে যায় হরিয়ানার ইনিংস। ওপেনার যুবরাজ যোগেন্দ্র সিং করেন মাত্র ২২ রান, অধিনায়ক অঞ্জিত কুমারের ঝুলিতে ২৫ রান, ধীরু সিং-এর সংগ্রহে ২২ রান এবং আমান কুমার ১৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। আশিস সিওয়াচ, হিমাংশু রানা, পার্থ ভাটস, অমিত রানা এবং মায়াঙ্ক শান্ডিল্যা কোনও রান করতে পারেননি।
তন্ময় বালোদা ১৩ এবং আনশুল কাম্বোজ ৫ রান করেন। হরিয়ানার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৫ রানে। বাংলার হয়ে এই ইনিংসেও দাপুটে বোলিং করেন শাহবাজ আহমেদ। একাই নেন ৬টি উইকেট। এছাড়া ২টি উইকেট পেয়েছেন মুকেশ কুমার এবং ১টি করে উইকেট আকাশ দীপ ও বিকাশ সিং-এর দখলে।
১৮৮ রানে জয় বাংলার। ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।
বাংলাঃ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার-ব্যাটার), সুমন্ত গুপ্ত, রাহুল প্রসাদ, আকাশ দীপ, বিকাশ সিং, মুকেশ কুমার
হরিয়ানাঃ অঙ্কিত কুমার (অধিনায়ক), যুবরাজ যোগেন্দ্র সিং, মায়াঙ্ক শান্ডিল্যা, হিমাংশু রানা, ধীরু সিং, পার্থ ভাটস, আশিস সিওয়াচ (উইকেটকিপার-ব্যাটার), তন্ময় বালোদা, অমিত রানা, আনশুল কাম্বোজ, আমান কুমার
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।