রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার সামনে সৌরাষ্ট্র, এবার ট্রফি আসবে, আশাবাদী সিএবি সভাপতি

এবারের রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর মুখোমুখি হতে চলেছে বাংলা। ১৬ ফেব্রুয়ারি শুরু হবে ফাইনাল ম্যাচ। এবার সৌরাষ্ট্রর বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াই বাংলার।

বাংলা যখন শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার ফাইনালে খেলার সুযোগ পাননি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে খেলেন ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেটের ইতিহাসে সেই ম্যাচ সোনার অক্ষরে লেখা রয়েছে। এখন সিএবি সভাপতি স্নেহাশিস। ফের রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছে বাংলা। ১৯৮৯-৯০ মরসুমের পর ফের ট্রফি আসবে বলে আশাবাদী স্নেহাশিস। রবিবার বাংলা দল সেমি ফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ার পর তিনি বলেছেন, 'রঞ্জি ট্রফি ফাইনালে পৌঁছনোয় আমি দলকে অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের ট্রফি জিততে হবে। দল ভালো খেলছে। আশা করি ফাইনালে নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারবে দল। যদি ওরা সেটা করতে পারে তাহলে কিছুই অসম্ভব নয়।' ২০১৯-২০ মরসুমে শেষবার রঞ্জি ট্রফি ফাইনালে উঠে সৌরাষ্ট্রর কাছে হেরেই রানার্স হয় বাংলা। এবার সেই হারের বদলা নেওয়া যাবে বলে আশাবাদী সিএবি কর্তারা।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, 'আমাদের এখনও অনেকদূর যেতে হবে। আমরা এখনও এমন কোনও বড় সাফল্য পাইনি যার জন্য আনন্দ করতে হবে। আমি শুধু এটাই বলতে পারি যে দল ভালো খেলছে আর অধিনায়ক মনোজ তিওয়ারি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে।'

Latest Videos

বাংলার অধিনায়ক মনোজ বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত। খেলোয়াড়রা ভালো খেলছে এবং একে অপরকে সাহায্য করছে। দল ফাইনালে পৌঁছনোয় সবাই খুশি।  তবে দলের সবাই খেলা নিয়ে ভাবছে। কেউ লক্ষ্য থেকে সরে যাচ্ছে না। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া আমাদের সবার কাছেই সবচেয়ে বড় মোটিভেশন। সিএবি-র পতাকা উঁচুতে তুলে ধরতে হবে আমাদের। আমরা সবাই সেটা করে দেখাতে চাই।’

এবারের রঞ্জি ট্রফির শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার ক্রিকেটাররা। গ্রুপ পর্যায়ে সৌরাষ্ট্রর চেয়ে বাংলার পয়েন্ট বেশি ছিল। সেই কারণে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে বাংলা। ঘরের মাঠে দর্শকদের সমর্থনকে পুঁজি করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন মনোজরা। বৃহস্পতিবার শুরু হবে এবারের রঞ্জি ট্রফি ফাইনাল। 

ব্যাটিং বিভাগে অধিনায়ক মনোজের পাশাপাশি বাংলার ভরসা অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিমন্যু ঈশ্বরণ। বোলিং বিভাগে ভরসা আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ। ঘরের মাঠে রঞ্জি ট্রফি ফাইনালে নিজেদের সেরাটা দিতে তৈরি বাংলার ক্রিকেটাররা। তাঁরা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।

আরও পড়ুন-

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে অনায়াস জয়, রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা

ভ্যালেন্টাইনস ডে-তে ফের বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া, উদয়পুরে হবে অনুষ্ঠান

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল