ভ্যালেন্টাইনস ডে-তে ফের বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া, উদয়পুরে হবে অনুষ্ঠান
- FB
- TW
- Linkdin
স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকে ফের বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ একাধিকবার বিয়ে করেছেন. কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে! এই ঘটনা এর আগে শোনা যায়নি। সেটাই করতে চলেছেন হার্দিক পান্ডিয়া।
রাজস্থানের উদয়পুরে ভ্যালেন্টাইনস ডে-তে ফের বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া
মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানের উদয়পুরে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের বিয়ের আসর। 'গ্র্যান্ড হোয়াইট ওয়েডিং' হতে চলেছে এই তারকা দম্পতির।
২০২০ সালে বিয়ের সময় বড় অনুষ্ঠান করতে পারেননি হার্দিক পান্ডিয়া, সেই কারণেই ফের বিয়ে করতে চলেছেন এই তারকা
২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। করোনা আবহে তাঁরা বড় কোনও অনুষ্ঠান করতে পারেননি। সেই কারণেই এবার জমজমাট অনুষ্ঠান করতে চলেছেন।
সোমবার শুরু হচ্ছে হার্দিক পান্ডিয়ার বিয়ের অনুষ্ঠান, চলবে বৃহস্পতিবার পর্যন্ত
প্রায় ৩ বছর একসঙ্গে সংসার করার পর ফের বিয়ে করলেও, যাবতীয় রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। সোমবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান।
২০২০ সালের জুলাইয়ে জন্ম হয় হার্দিক পান্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের ছেলে অগস্ত্যর
ছেলে অগস্ত্যকে নিয়েই ফের বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। ২০২০ সালের জুলাইয়ে জন্ম হয় অগস্ত্যর।
এবারের বিয়ের অনুষ্ঠানে প্রিস্টিন হোয়াইট ডলস ও গাবানা গাউন পরতে পারেন নাতাশা স্ট্যানকোভিচ
এবারের বিয়েতে নাতাশা স্ট্যানকোভিচ কী পোশাক পরবেন সেটা জানা গিয়েছে। তিনি প্রিস্টিন হোয়াইট ডলস ও গাবানা গাউন পরতে পারেন। তবে হার্দিক পান্ডিয়া কী পোশাক পরবেন, সেটা এখনও জানা যায়নি।
হার্দিক পান্ডিয়া ফের বিয়ে করতে চলেছেন জানতে পেরে উচ্ছ্বসিত অনুরাগীরা
হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ ফের বিয়ে করবেন, এই খবর পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।