দাদা সরফরাজ খান যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছেন তখন ভাই মুশির খান মুম্বইয়ের হয়ে বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হইচই ফেলে দিয়েছেন সরফরাজ খান। তাঁর ভাই মুশির খানও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পর রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে অপরাজিত দ্বিশতরান করলেন মুম্বইয়ের তরুণ ব্যাটার মুশির। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৫৭ বলে ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশির। তাঁর ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি। ১৪২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। সেই পরিস্থিতিতে হার্দিক তামোরের সঙ্গে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন মুশির। ২৪৮ বলে ৫৭ রান করেন তামোরে। তাঁর এই লড়াকু ইনিংস মুশিরকে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতরান করতে সাহায্য করে।
প্রথম ইনিংসে বড় স্কোর মুম্বইয়ের
মুশিরের অপরাজিত দ্বিশতরানের সুবাদে বরোদার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৪ রান করে মুম্বই। মুশির ও তামোরে ছাড়া মুম্বইয়ের অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ওপেনার পৃথ্বী শ করেন ৩৩ রান। অপর ওপেনার ভূপেন লালওয়ানি করেন ১৯ রান। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩ রান করেই আউট হয়ে যান। শামস মুলানি করেন ৬ রান। সূর্যাংশ শেড়গে করেন ২০ রান। শার্দুল ঠাকুর ১৭ রান করেন। তনুশ কোটিয়ান ৭ রান করেন। মোহিত অবস্থী ২ রান করেন। রান করার আগেই আউট হয়ে যান তুষার দেশপাণ্ডে। বরোদার হয়ে ১১২ রান দিয়ে ৭ উইকেট নেন ভার্গব ভাট। ৮৬ রান দিয়ে ৩ উইকেট নেন নিনাদ রথভা।
মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই বরোদার
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বরোদার স্কোর ২ উইকেটে ১২৭। ৬৯ রান করে অপরাজিত শাশ্বত রাওয়াত। ২৩ রান করে অপরাজিত অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি। ওপেনার জ্যোৎস্নিল সিং করেন ৩২ রান। অপর ওপেনার প্রিয়াংশু মলিয়া অবশ্য ১ রান করেই আউট হয়ে যান। মুম্বইয়ের হয়ে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন মুলানি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: ১৩৪ রানে পিছিয়ে, রাঁচি টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত
Sachin Tendulkar: প্যারা ক্রিকেটার আমির হুসেনের সঙ্গে দেখা, ব্যাট উপহার সচিনের