
Rashid Khan: দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন আফগান ক্রিকেটার রশিদ খান? গত ২০২৪ সালের অক্টোবর মাসে এই তারকা স্পিনার প্রথম বিয়ে করেন (rashid khan second marriage)। কিন্তু এবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এসে রশিদ বললেন, চলতি বছরের অগাস্ট মাসে তিনি নিকাহ সেরে ফেলেছেন। ফলে, জল্পনা চলছে যে, আফগানিস্তানের স্পিনার কি একসঙ্গে দুজন স্ত্রীর সঙ্গেই সংসার করছেন (rashid khan news cricket)?
প্রসঙ্গত, সোমবার রাতে ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করেন রশিদ। সেখানে তিনি নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “গত ২ অগাস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ সেরেছি এমন একজনের সঙ্গে, যাকে ভালোবাসা এবং শান্তির প্রতীক বলা যেতে পারে। এমন একজনকেই আমি জীবনসঙ্গী হিসেবে বরাবর চেয়েছিলাম।"
তবে নিজের স্ত্রীর ছবি প্রকাশ্যে আনেনি রশিদ খান। তারকা স্পিনারের সেই পোস্টেই একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, এই বিয়ের কথা তিনি এতদিন গোপন রেখেছিলেন। তবে এখন বাধ্য হয়েই নিকাহর কথা সবার সামনে এনেছেন। ইনস্টাগ্রামে রশিদ লেখেন, “সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি অনুষ্ঠানে যাই। কিন্তু সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই যে, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।"
কিন্তু কিন্তু রশিদের এই পোস্টের পরেই অনেকের মনে প্রশ্ন। গত বছর ৩ অক্টোবর, রশিদ খান বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিয়ে করেন। কাবুলের একটি নামকরা হোটেলে হয় রশিদের বিয়ে। খাস পাস্তুনি পোশাকে সুসজ্জিত ছিলেন ২৬ বছরের এই তারকা। তিনি একা নন। একইসঙ্গে বিয়ে হয় তাঁর আরও তিন ভাইয়ের। আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহর সঙ্গে রশিদও বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাহলে কি আগের স্ত্রীর সঙ্গে কি বিচ্ছেদ হয়ে গেছে স্পিনারের? নাকি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করলেন রশিদ?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।