ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ: ইডেন গার্ডেন্সের আশেপাশে যান নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি পুলিশের

Published : Nov 12, 2025, 04:08 PM IST
Quick look to Historical moments of Eden Gardens Cricket Stadium

সংক্ষিপ্ত

India vs South Africa Test Series: শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে চলেছে টেস্ট ম্যাচ। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নিচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

DID YOU KNOW ?
দীর্ঘদিন পর ইডেন টেস্ট
সম্প্রতি ইডেন গার্ডেন্সে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। দীর্ঘদিন পর ক্রিকেটের নন্দনকাননে টেস্ট ম্যাচ হচ্ছে।

Eden Gardens Test Match: ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা আইপিএল-এর (IPL) যে কোনও ম্যাচ হলেই নিরাপত্তার স্বার্থে যান নিয়ন্ত্রণ করে কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police)। শুক্রবার শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের (India vs South Africa Test Match) সময়ও ইডেনের আশেপাশে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ উপলক্ষে যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ থাকছে। পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে। গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। বাবুঘাট থেকে ইডেন গার্ডেন্সের মূল প্রবেশদ্বারের সামনে দিয়ে যে বাসগুলি যাতায়াত করে, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্য গাড়িগুলিকেও ইডেনের সামনে দিয়ে যেতে দেওয়া হবে না। কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টরা সব গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেবেন।

কী বিধিনিষেধ থাকছে?

কলকাতা ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ইডেন গার্ডেন্স ও ময়দানের আশেপাশের রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে যে পণ্যবাহী গাড়িগুলি হাওড়ার দিক থেকে বিদ্যাসাগর সেতু হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে পোস্তা বাজারের দিকে যাবে, সেই গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণিতে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে।

 

 

গাড়ি পার্কিংয়েও নিষেধাজ্ঞা

কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে পাঁচদিন ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ চলবে, সেই দিনগুলিতে গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরুনানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ।
শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম