৩ ভাইয়ের সঙ্গেই বিয়ে সেরে নিলেন, জীবনের নতুন ইনিংসে আফগান তারকা রশিদ খান

Published : Oct 04, 2024, 06:22 PM ISTUpdated : Oct 04, 2024, 06:49 PM IST
Rashid Khan

সংক্ষিপ্ত

আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা রশিদ খান। তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। এই ক্রিকেটার এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন।

বিয়ে সেরে নিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হোটেলে বিয়ে করলেন রশিদ। তিনি অবশ্য একা বিয়ে করেননি। তাঁর সঙ্গেই বিয়ে করলেন তিন ভাই আমির খলিল, জাকিউল্লা ও রাজা খান। একসঙ্গে চার ভাইয়ের বিয়ে উপলক্ষে কাবুলের হোটেল ছিল সরগরম। জাতীয় দলে রশিদের বেশ কয়েকজন সতীর্থ তাঁর বিয়েতে হাজির ছিলেন। তারকা সতীর্থদের মধ্যে মহম্মদ নবি, আজমাতুল্লা ওমরজাই, নাজিবুল্লা জাদরান, রহমত শাহ, মুজিব-উর-রহমানকে বিয়ের আসরে দেখা গেল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান। রশিদ ও তাঁর তিন ভাইয়ের পরনে একই রঙের পোশাক ছিল। আফগানিস্তানের জাতীয় দলের তারকা ক্রিকেটারের বিয়েতে জাঁকজমক ছিল চোখে পড়ার মতো। যে হোটেলে বিয়ের আসর বসেছিল, সেই হোটেলের বাইরে আতসবাজি পোড়ানো হয়। যেখানে আতসবাজি পোড়ানো হচ্ছিল, সেখানে আগ্নেয়াস্ত্র কাঁধে যেমন নিরাপত্তারক্ষীকে দেখা যায়, তেমনই কাঁধে আগ্নেয়াস্ত্র নিয়েও এক সাধারণ ব্যক্তিকেও দেখা যায়। ওই ব্যক্তি সাধারণ মানুষ না তালিবান জঙ্গি, সেটা অবশ্য জানা যায়নি।

রশিদের শপথভঙ্গ

২০২০ সালে রশিদ বলেছিলেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তারপরেই তিনি বিয়ে করবেন। কিন্তু আফগানিস্তান এখনও বিশ্বকাপ জিততে না পারলেও, বিয়ে সেরে নিলেন রশিদ। তিনি পশতুন রীতি মেনেই বিয়ে করছেন। রশিদ আশা করছেন, স্ত্রীর ভাগ্য তাঁকে ক্রিকেট মাঠে আরও সাফল্য পেতে সাহায্য করবেন।

 

 

টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স আফগানিস্তানের

এবারের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় আফগানিস্তান। রশিদের নেতৃত্বে সেমি-ফাইনালে পৌঁছে যায় আফগানরা। ভবিষ্যতে আরও সাফল্য পাবেন বলে আশা করছেন রশিদরা। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটিয়ে ফের ক্রিকেটে মন দেবেন রশিদ। ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: শেষ বলে বাউন্ডারি রশিদ খানের, রাজস্থানের বিরুদ্ধে ৩ উইকেটে জয় গুজরাটের

Rashid Khan: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই আফগানিস্তানের তারকা রশিদ খান

England vs Afghanistan: ইংল্যান্ডের বিরুদ্ধে জয়কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ রশিদ খানের

PREV
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা