India vs South Africa: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে নামার আগে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে অসহায়তার কথা স্বীকার করেছেন এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। তিনি প্রাক্তনদের সাহায্য চাইছেন।
KNOW
India vs South Africa ODI Series: দেশের মাটিতে স্পিনারদের বোলিং ভালোভাবে সামাল দিতে পারছেন না ভারতের ব্যাটাররা! ভালোমানের স্পিনারদের সামনে তাঁদের অসহায়তা প্রকট হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। শুধু যে প্রাক্তন ক্রিকেটার বা দর্শকরা এ কথা বলছেন তা নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুলও (KL Rahul) এ কথা স্বীকার করে নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে স্পিন বোলিং সামাল দেওয়ার উপায় শিখতে চান। ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রাহুল। তিনি নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু এহেন একজন ব্যাটার যখন স্বীকার করছেন যে স্পিনারদের বোলিং ভালোভাবে খেলতে পারছেন না, তখন ভারতের ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে আর কোনও সংশয় নেই।
সাইমন হার্মার, কেশব মহারাজদেরই সামলাতে পারছেন না ভারতের ব্যাটাররা!
বিশ্ব ক্রিকেটের সব স্পিনাররাই ভারতীয় ব্যাটারদের সামনে অসহায় হয়ে পড়েছেন। শেন ওয়ার্ন (Shane Warne), মুথাইয়া মুরলীধরনের (Muttiah Muralitharan) মতো বিশ্বের সেরা স্পিনারদের রীতিমতো শাসন করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)। কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার (Simon Harmer), কেশব মহারাজরাই (Keshav Maharaj) ভারতের ব্যাটারদের ঘোল খাওয়াচ্ছেন। টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়েছেন হার্মার। তাঁকে সামাল দেওয়ার উপায় খুঁজছেন রাহুলরা।
স্পিনারদের সামলানোর উপযুক্ত পদ্ধতি কী?
রবিবার রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে রাহুল বলেছেন, ‘আমরা গত এক বা দুই সিরিজে স্পিন বোলিং ভালোভাবে খেলতে পারিনি। আমরা সেটা জানি এবং স্বীকার করে নিচ্ছি। আমরা যখন স্পিন বোলিং ঠিকমতো খেলতে পারছি না, তখন নিজেদের ভুল শুধরে নেওয়া ব্যাটারদেরই কাজ। আপনারা বলছেন এ বিষয়ে গাভাসকর (Sunil Gavaskar) স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমরা ওঁর সঙ্গে কথা বলতে পারি। স্পিনারদের বিরুদ্ধে কীভাবে ঠিকমতো খেলতে পারি, তা বুঝে নিতে পারি। আমরা ইতিমধ্যেই উন্নতি করার উপায় খুঁজছি। তবে আমার মনে হয় না রাতারাতি সেটা হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


