
Central Administrative Tribunal on Bengaluru stampede: কর্ণাটক সরকার (Karnataka Government) নয়, বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police) নয়, বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru stampede) হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রাথমিক তদন্তের পর এমনই জানাল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (Central Administrative Tribunal)। আরসিবি-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সমর্থকদের জড়ো করা হয়েছিল বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনাকে ‘বিশৃঙ্খলা’ বলে আখ্যা দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে রাজভবনের পক্ষ থেকে এই ঘটনার জন্য কর্ণাটক সরকারকে দায়ী করা হয়েছিল। পুলিশকর্মীর সংখ্যা যথেষ্ট ছিল না বলেও অভিযোগ উঠেছিল। কিন্তু এবার ট্রাইব্যুনাল আরসিবি-র উপর যাবতীয় দায় চাপিয়ে দেওয়ায় এই ঘটনা অন্যদিকে মোড় নিল।
ট্রাইব্যুনালের রিপোর্টে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন থেকে পাঁচ লক্ষ মানুষকে জড়ো করার জন্য দায়ী আরসিবি। পুলিশের কাছ থেকে উপযুক্ত অনুমতি বা সম্মতি নেয়নি আরসিবি। হঠাৎ ওরা সোশ্যাল মিডিয়া পোস্ট করে। এর ফলেই বহু মানুষ জড়ো হন। হঠাৎ আরসিবি কোনও আগাম অনুমতি ছাড়াই বিশৃঙ্খলা তৈরি করে। ১২ ঘণ্টার মধ্যে পুলিশ সব ব্যবস্থা করে ফেলবে, তা আশা করা যায় না।’
বেঙ্গালুরু পুলিশের প্রশংসা করে ট্রাইব্যুনালের রিপোর্টে বলা হয়েছে, ‘পুলিশকর্মীরাও মানুষ। তাঁরা ভগবান বা জাদুকর নন। তাঁদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপও নেই। আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে থাকলে শুধু আঙুল বুলিয়ে ইচ্ছাপূরণ করতে পারত পুলিশ। ৪ জুন পুলিশের কাছে খুব কম সময় ছিল। এই কারণে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। পুলিশকে যথেষ্ট সময় দেওয়া হয়নি।’ ট্রাইব্যুনালের এই রিপোর্টের পর আরসিবি ম্যানেজমেন্টের উপর চাপ বেড়ে গেল। আরসিবি-র কর্তাদের পাশাপাশি বিরাট কোহলিও (Virat Kohli) এই ঘটনায় বিপাকে পড়ে যেতে পারেন। কর্ণাটক সরকার ও বেঙ্গালুরু পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।