ওডিআই বিশ্বকাপের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

১২ বছর পর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য গলা ফাটাতে তৈরি হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের টিকিটের জন্য চাহিদা আকাশছোঁয়া।

স্বাধীনতা দিবস থেকে ওডিআই বিশ্বকাপের টিকিটের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৫ আগস্ট শুরু হবে টিকিট বিক্রি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচগুলির জন্য মোট ৭ দফায় টিকিট বিক্রি করা হবে। তবে তার জন্য আগে থেকেই নাম নথিভুক্ত করে রাখতে হচ্ছে। https://www.cricketworldcup.com/register -এ বিশ্বকাপের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যাঁরা এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করবেন, শুধু তাঁরাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন। সেই কারণে নাম নথিভুক্ত করে রাখা জরুরি। ২৫ আগস্ট পাওয়া যাবে ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচের টিকিট। এছাড়া ভারতীয় দল ছাড়া বাকি সব দলের বিশ্বকাপ ম্যাচের টিকিটও একই দিনে পাওয়া যাবে। ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩০ আগস্ট। প্রথম দিন গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে। ৩১ আগস্ট চেন্নাই, দিল্লি ও পুণেতে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি হবে। ১ সেপ্টেম্বর ধরমশালা, লখনউ ও মুম্বইয়ে ভারতের ম্যাচগুলির টিকিট পাওয়া যাবে। ২ সেপ্টেম্বর কলকাতা ও বেঙ্গালুরুর ম্যাচগুলির টিকিট পাওয়া যাবে। ৩ সেপ্টেম্বর আমেদাবাদে ভারতের ম্যাচগুলির টিকিট পাওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর সেমি-ফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাবে।

বিশ্বকাপের একাধিক ম্যাচের দিন বদলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের দিন বদলায়নি। ৫ অক্টোবরই শুরু হচ্ছে বিশ্বকাপ, ফাইনাল ১৯ নভেম্বর। কলকাতা-সহ ১০টি শহরে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ হবে। 

Latest Videos

বিশ্বকাপের টিকিটের জন্য প্রথমে https://www.cricketworldcup.com/register -এ যেতে হচ্ছে। তারপর নাম, ই-মেল আইডি, মোবাইল ফোন নাম্বার, জন্মতারিখ, কোন দেশের নাগরিক, সেসব লিখতে হচ্ছে। এরপর কোন শহরে বিশ্বকাপের ম্যাচ দেখতে চান, সেটা লিখতে হচ্ছে। কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, দিল্লি, লখনউ, মুম্বই, পুণে ও হায়দরাবাদে হবে বিশ্বকাপের ম্যাচ। প্রস্তুতি ম্যাচও হবে হায়দরাবাদে। গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমেও হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। একাধিক শহরে ম্যাচ দেখার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে।

কোন শহরে ম্যাচ দেখতে চান সেটা রেজিস্টার করার পর কোন দলের ম্যাচ দেখতে চান, সেটা নির্দিষ্ট করতে হচ্ছে। এরপর আইসিসি-র পক্ষ থেকে ই-মেল করে জানিয়ে দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট দিনগুলিতে টিকিট পাওয়া যাবে। তবে টিকিটের চাহিদা বিশাল। তাই রেজিস্ট্রেশনের পরেও টিকিট পাওয়ার জন্য অন্যদের সঙ্গে লড়াই করতে হতে পারে।

আরও পড়ুন-

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

এশিয়া কাপের প্রস্তুতি, ব্যাটিং অনুশীলনে কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার

খেলা চলাকালীন মাঠে সাপ, গায়ের উপর পা তুলে দিতে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury