
Rishabh Pant Injury Update: কয়েকদিন পরেই মাঠে ফিরছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা এ (South Africa A) দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবেন তিনি। ৩০ অক্টোবর শুরু হচ্ছে এই ম্যাচ। ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ। ইংল্যান্ড সফর (India Tour of England, 2025) চলাকালীন ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test) খেলার সময় চোট পান এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর পায়ের আঙুল ভেঙে যায়। সেই ভাঙা পা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন ঋষভ। এরপর অবশ্য তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি ঋষভ। তাঁর পক্ষে এশিয়া কাপেও (Asia Cup 2025) খেলা সম্ভব হয়নি। এমনকী, চলতি অস্ট্রেলিয়া সফরেও (India Tour of Australia, 2025) ভারতীয় দলে নেই এই তারকা। এবার তিনি জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন। ভারতীয় এ দলের হয়ে খেলেই সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য তৈরি হতে চাইছেন ঋষভ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভের পরিবর্তে উইকেটকিপার হিসেবে খেলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন। তবে ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ফের টেস্ট দলে সুযোগ পেতে পারেন ঋষভ। তবে তিনি আপাতত ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে চাইছেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলবে ভারতীয় এ দল। দুই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। দুই ম্যাচেই অধিনায়ক হিসেবে খেলবেন ঋষভ। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে কোনও দলেই জায়গা পাননি সরফরাজ খান (Sarfaraz Khan)।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচে ঋষভের নেতৃত্বে খেলবেন জুরেল ও কে এল রাহুল (KL Rahul)। তাঁরা তিনজনই জাতীয় দলের হয়ে উইকেটকিপিং করেন। ফলে এই ম্যাচে কে কিপিং করেন, তা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।