India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ম্যাচ ভারতীয় দলের হাতের মুঠোয়। ভারতের ব্যাটারদের সামনে ক্যারিবিয়ান বোলারদের অসহায় অবস্থা।

DID YOU
KNOW
?
চতুর্থবার ৩ জনের শতরান
টেস্ট ক্রিকেটে চতুর্থবার কোনও ইনিংসে ভারতীয় দলের ৩ বা তার বেশি ব্যাটার শতরান করলেন।

Dhruv Jurel Test Series: টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। শুক্রবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ১৯০ বলে শতরান পূর্ণ করেন জুরেল। তিনি রস্টন চেজের (Roston Chase) বলে বাউন্ডারি মেরে ৯৯ থেকে ১০৩ রানে পৌঁছে যান। ভারতের দ্বাদশ উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে শতরান করলেন জুরেল। তিনি পঞ্চম ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচে প্রথম শতরান করলেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। এর আগে বিজয় মঞ্জরেকর (Vijay Manjrekar), ফারুক ইঞ্জিনিয়ার (Farookh Engineer), অজয় রাত্রা (Ajay Ratra) ও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) টেস্টে প্রথম শতরান করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

১২৫ রান করে আউট জুরেল

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২১০ বলে ১২৫ রান করে আউট হয়ে গেলেন জুরেল। তিনি খারি পিয়েরের (Khary Pierre) বলে শাই হোপকে (Shai Hope) ক্যাচ দিয়ে ফিরে যান। এই ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ৫৯.৫২। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে তুললেন জুরেল। তাঁদের জুটিতে যোগ হল ২০৬ রান। ঋষব পন্থ (Rishabh Pant) চোট না পেলে হয়তো এই ম্যাচে খেলার সুযোগই পেতেন না জুরেল। তিনি যে সুযোগ পেয়েছেন, তা ভালোভাবেই কাজে লাগালেন। ঋষভ ফিট হয়ে দলে ফিরলেও দলে থাকার দাবিদার হয়ে উঠেছেন জুরেল। তিনি শুধু ব্যাটার হিসেবেই টেস্ট ক্রিকেটে খেলতে পারেন।

জাডেজারও শতরান

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দলের তিনজন ব্যাটার শতরান করলেন। কে এল রাহুল (KL Rahul), জুরেলের পর শতরান করলেন জাডেজা। তিনি ১৬৮ বলে শতরান পূর্ণ করেন। টেস্টে ষষ্ঠ শতরান করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। দ্বিতীয় দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত জাডেজা। ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ৪৪৮। ক্যারিবিয়ানদের চেয়ে ২৮৬ রানে এগিয়ে ভারত। জাডেজার সঙ্গে ৯ রান করে অপরাজিত ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।